মুম্বই: মাদক মামলায় ফের জিজ্ঞাসাবাদ করা হবে অভিনেতা অর্জুন রামপালকে। সেই কারণে অভিনেতার কাছে সমন পাঠিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। বুধবার সংস্থার মুম্বইয়ের অফিসে অভিনেতার হাজিরা দেওয়ার কথা।
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তদন্ত মাদক কাণ্ডে অর্জুন রামপালের নাম জড়িয়েছে বেশ কিছুদিন আগে। তাঁর প্রেমিকা গ্যাব্রিয়েলা ডেমেত্রিয়াদেসের ভাই আগিসিলাওসের সঙ্গে মাদকের যোগ রয়েছে বলে সন্দেহ করেন NCB অফিসাররা। সেই কারণে ১০ নভেম্বর অর্জুন রামপালের বাড়িতে তল্লাশি চালানো হয়। মুম্বইয়ে কোকেন সরবরাহের অভিযোগে আগেই নাইজেরিয়ার নাগরিক ওমেগা গডউইনকে গ্রেফতার করা হয়েছিল। তার মুখেই আগিসিয়ালোসের নাম শোনেন তদন্তকারী অফিসাররা। তারপরই লোনাভলা থেকে আগিসিলাওসকে গ্রেপ্তার করা হয়। ১৩ তারিখে NCB দফতরে জিজ্ঞাসাবাদ করা হয় অর্জুন রামপালকে। ১৩ নভেম্বর গ্যাব্রিয়েলাকেও জিজ্ঞাসাবাদ করা হয়।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ৬ মাস কেটে গিয়েছে। কিন্তু এখনও তদন্ত কতদূর এগিয়েছে, তা স্পষ্ট নয়। কিন্তু মাদক তদন্তে অনকে সেলিব্রিটিদের নাম সামনে এসেছে। সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই সৌভিক সুশান্তকে মাদকের জোগান দিত বলে অভিযোগ ওঠে। এরপর তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করেই বলিউডে অনেকের নাম উঠে আসে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররা এই প্রসঙ্গে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর ও রকুলপ্রীত সিংয়ের মতো অভিনেত্রীদের জিজ্ঞাসাবাদ করে। গ্রেপ্তার করা হয় কমেডিয়ান ভারতী সিং এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়াকে। এছাড়া করণ জোহরের ধর্মা প্রোডাকশনের প্রাক্তন প্রোডিউসার ক্ষিতিশ প্রসাদ এবং প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছিল। যদিও তারা দুজনেই জামিন পেয়েছেন।