এবার কাপুর পরিবারে করোনার থাবা, আক্রান্ত অভিনেতা অর্জুন

মুম্বই: ফের করোনার থাবা বলিউডে। এবার এই প্রাণঘাতী ভাইরাস থাবা বসিয়েছে কাপুর পরিবারে। আক্রান্ত হয়েছেন বনি কাপুরের ছেলে অভিনেতা অর্জুন কাপুর। রবিবার সোশ্যাল মিডিয়ায় করোনায় আক্রান্ত হওয়ার খবর শেয়ার করেছেন অভিনেতা নিজেই। জানা গেছে হোম কোয়ারেন্টাইনে থেকে চলবে তাঁর চিকিৎসা।
 

মুম্বই: ফের করোনার থাবা বলিউডে। এবার এই প্রাণঘাতী ভাইরাস থাবা বসিয়েছে কাপুর পরিবারে। আক্রান্ত হয়েছেন বনি কাপুরের ছেলে অভিনেতা অর্জুন কাপুর। রবিবার সোশ্যাল মিডিয়ায় করোনায় আক্রান্ত হওয়ার খবর শেয়ার করেছেন অভিনেতা নিজেই। জানা গেছে হোম কোয়ারেন্টাইনে থেকে চলবে তাঁর চিকিৎসা।

রবিবার ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন অভিনেতা অর্জুন কাপুর। সেখানে তিনি লেখেন করোনা পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তিনি সম্পূর্ণভাবে উপসর্গহীন। তাঁর শরীরে করোনার কোনও উপসর্গই দেখা দেয়নি বলে জানিয়েছেন অভিনেতা। তাঁর চিকিৎসা শুরু হয়ে গিয়েছে। আপাতত বাড়িতেই নিজেকে আইসোলেশনে রেখে চিকিৎসা করাচ্ছেন অর্জুন কাপুর। তিনি এও জানিয়ে দিয়েছেন হোম কোয়ারেন্টাইনে থেকেই চিকিৎসা চলবে তাঁর। এরপর অভিনেতা অনুরাগীদের তাঁর পাশে দাঁড়ানোর জন্য এবং তাঁকে করোনা যুদ্ধে সাহস জোগানোর জন্য আগাম ধন্যবাদ জানিয়েছেন। বলেছেন শরীর ও স্বাস্থ্য সম্পর্কে তিনি ক্রমাগত অনুরাগী

View this post on Instagram

🙏🏽

A post shared by Arjun Kapoor (@arjunkapoor) on Sep 6, 2020 at 1:33am PDT

🙏🏽

A post shared by Arjun Kapoor (@arjunkapoor) on Sep 6, 2020 at 1:33am PDT

দের আপডেট দিতে থাকবেন। এই দুঃসময় দ্রুত কাটিয়ে উঠবেন বলেও জানিয়েছেন অভিনেতা অর্জুন কাপুর।

আরও পড়ুন: 'খুব মিস করছি ভাই', সুশান্তের সঙ্গে পুরনো ছবি শেয়ার করে আবেগঘন পোস্ট দিদি শ্বেতার

বলিউড সেলিব্রিটিদের মধ্যে প্রথম করোনায় আক্রান্ত হন গায়িকা কণিকা কাপুর। এরপর একে একে প্রযোজক করিম মোরানি ও তাঁর দুই মেয়ে শাজা এবং জোয়া মোরানি, অভিনেতা কিরণ কুমার, রচেল হোয়াইট সহ অনেকেরই করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। কিছুদিন আগেই করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অভিনেতা অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন জুলাই মাসে যখন বচ্চন পরিবারের করোনা আক্রান্তের খবর খবর সামনে সে তখন প্রথমে জানা গিয়েছিল করোনায় আক্রান্ত হয়েছে অভিনেতা অভিষেক ও অমিতাভ বচ্চন। কিন্তু তারপরে ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যা বচ্চনেরও আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। তবে তাঁরা অপেক্ষাকৃত তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। অমিতাভ বচ্চনকে বয়স এবং শরীরের অবস্থার জন্য বেশকিছু দিন হাসপাতালে থাকতে হয়। তবে সবশেষে সুস্থ হয়ে বাড়ি ফেরেন অভিষেক বচ্চন। তারপরই স্বস্তির নিঃশ্বাস ফেলে জলসা। কিছুদিন আগে গায়িকা লতা মঙ্গেশকরের অ্যাপার্টমেন্ট সিল করে দেয় বৃহনমুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন। তাঁর অ্যাপার্টমেন্টে এক ব্যক্তির শরীরে করোনার সন্ধান মিলেছেয সুরক্ষার কারণে গোটা বিল্ডিং সিল করে দেওয়া হয়েছে বলে খবর। তার আগে অভিনেত্রী রেখার বাড়িও সিল করে দেওয়া হয়েছিল। করোনা আক্রান্তের তালিকা অনুযায়ী বিশ্বে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ব্রাজিল নেমে গিয়েছে তৃতীয় স্থানে। তবে এখনও পর্যন্ত শীর্ষে রয়েছে আমেরিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =