মুম্বই: সদ্য সমাপ্ত হয়েছে মহিলাদের আইপিএল৷ এবার পালা পুরুষদের৷ ২০০৮ সাল থেকেই ভারতে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়াল লিগ৷ শুরু থেকেই চোখ ধাঁধানো আয়োজন৷ জাঁকজমক আয়োজনই আইপিএল-এর দস্তুর। তবে ২০১৮ সালে সেই রীতিতে ছেদ পড়ে৷ ২০১৯ সালেও আইপিএল-এ উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। পরের কয়েকটা বছর বাধ সাধে করোনা অতিমারি৷ সেই সব ধাক্কা কাটিয়ে এই বছর ফের রাজকীয় ঢঙে আয়োজিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ৷ বিশাল জাঁকজমকের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করতে মরিয়া কর্তৃপক্ষ। মহিলাদের প্রিমিয়ার লিগের প্রথম মরশুমও ছিল তারকাখচিত৷ উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেতে দেখা গিয়েছিল জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আডবাণী ও কৃতি শ্যানন। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যেতে পারে দুই দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দনা ও তমন্না ভাটিয়াকে। তবে চলতি বছর আইপিএলের মঞ্চে এই চমকটা নিশ্চিত৷ ব্যাট-বলে ঝড় ওঠার আগে উদ্বোধনী অনুষ্ঠানের দর্শক ও শ্রোতাদের মোহিত করবেন বলিউডের পয়লা নম্বর গায়ক অরিজিৎ সিং।
আরও পড়ুন- ইস্টবেঙ্গলে ‘সলমন নাইট’, মুখ্যমন্ত্রীর সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা ‘ভাইজানের’
আগামীকাল অর্থাৎ ৩১ মার্চ আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বসতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল-এর উদ্বোধনী আসর। সন্ধে ৬টা থেকে শুরু হবে অনুষ্ঠান৷ সবুজ মাঠে বসবে তারকার হাট৷ রশ্মিকা মন্দনা ও তমন্না ভাটিয়ার পাশাপাশি অরিজিৎ সি-এর পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। দেশের এমন কোনও প্রান্ত নেই যেখানে তাঁর ভক্ত নেই। মঞ্চে উঠে তিনি যখন গান ধরেন, তখন অন্য এক দুনিয়ায় ভাসিয়ে নিয়ে যান শ্রোতাদের৷ সেই অভিজ্ঞতা কম নয়। আইপিএলের মঞ্চেও সেই মাদকতা তৈরি হবে বলেই আশা আইপিএল কর্তৃপক্ষের।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
ঘোষণা
এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের নিজস্ব। প্রযুক্তিগত সমস্যার কারণে এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের পাতায় নাও দেখা যেতে পারে৷ ফলে, সব খবরের জন্য অবশ্যই নজর রাখুন https://aajbikel.com/ -এই লিঙ্কে৷
আমাদের ফেসবুক পেজ – https://www.facebook.com/Aajbikal
আমাদের ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/@AajBikelNews -এ নজর রাখতে পারেন