Aajbikel

এত খারাপ গায়! ভয়ঙ্কর! অরিজিতের গান শুনে আতঙ্কে কেঁদে ফেললেন বলিউডের এই গায়িকা

 | 
অরিজিৎ

 মুম্বই: তিনি আজকের জমানায় বলিউডের সবচেয়ে জনপ্রিয় গায়ক৷ তাঁর মায়াবী কণ্ঠের জাদুতে মোহিত গোটা দুনিয়া৷ প্রেমে পড়া থেকে প্রেম ভাঙা, অরিজিতের গান যেন জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। তাঁর গান শোনার জন্য লাখ লাখ টাকা খরচ করতেও পিছপা হন না শ্রোতারা৷ প্লেব্যাকের জন্য একাধিক পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে৷ তবে বলিউডের এক শিল্পীর মতে, অরিজিতের গান নাকি ভয়ঙ্কর! এতটাই খারাপ যে,  তা শোনা যায় না। গায়কের গানের তীব্র সমলোচনা করলেন গায়িকা অনুরাধা পড়োয়াল।


আশির দশক থেকে নব্বই দশক, চুটিয়ে প্লেব্যাক করেছেন গায়িকা। সেই সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকাদের তালিকায় নাম ছিল অনুরাধার। সিনেমার গান তো বটেই, এর পাশপাশি ভক্তিগীতির জন্যেও বেশ জনপ্রিয়তা রয়েছে তাঁর। সম্প্রতি বলিউডে রিমিক্স গান প্রসঙ্গে কথা বলতে গিয়ে অপ্রত্যাশিত মন্তব্য করলেন গায়িকা। যা শুনে অনেকেই হতবাক৷ তাঁর গাওয়া ‘আজ ফির তুম পে প্যায়ার’ গানের সঙ্গে তিনি তুলনা টানেন অরিজিতের গাওয়া এই গানের রিমিক্স ভার্সনের। অরিজিতের গাওয়া গানটি শুনে তাঁর এতটাই খারাপ লাগে যে, কেঁদে ফেলেন অনুরাধা।

১৯৮৮ সালে মুক্তি পাওয়া ‘দয়াবান’ ছবিতে লক্ষ্মীকান্ত-প্যারেলালের কম্পোজিশনে ‘আজ ফির তুম পে প্যায়ার’ গানটি শোনা গিয়েছিল অনুরাধা এবং পঙ্কজ উধাসের গলায়। ২৬ বছর পর সেই গানটি ব্যবহার করা হয় ‘হেট স্টোরি ২’ ছবিতে। রিমিক্স ভার্সনটি গান অরিজিৎ সিং। সেই সময় গানটি শুনে আতঙ্কিত হয়ে পড়েন অনুরাধা। অরিজিতের গাওয়া গানের স্মৃতি ভোলাতে নিজের গাওয়া গানটি বেশ কয়েক বার শুনতে হয় তাঁকে।


অনুরাধার কথায়, ‘‘আমাকে এক জন জানান আজ ফির তুম পে গানটির রিমিক্স ভার্সান তৈরি করা হয়েছে। গানটি খুব হিট করেছে। কিন্তু গানটা শোনার পর আমি কেঁদে ফেলি। তার পর ইউটিউবে গিয়ে বেশ কয়েক বার নিজের গানটা শোনার পর শান্তি পাই।’’

Around The Web

Trending News

You May like