বিশ্বে জনপ্রিয়তার তালিকায় প্রথম তিনে অরিজিৎ, আরও এক মাইলস্টোন পার

বিশ্বে জনপ্রিয়তার তালিকায় প্রথম তিনে অরিজিৎ, আরও এক মাইলস্টোন পার

কলকাতা: এই মুহূর্তে বাংলা তথা দেশের এক নম্বর গায়কের নাম জিজ্ঞেস করলে অরিজিৎ সিং নামটা বলতে পারবে না এমন মানুষ কম। এক কথায়, সঙ্গীত জগত দাপিয়ে বেড়াচ্ছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের এই ছেলেটা। আন্তর্জাতিক মঞ্চেও তাঁর যথেষ্ট নাম-ডাক আছে, তাতে কোনও সন্দেহ ছিল না কোনও দিন। তবে এবার আরও বড় মাইলস্টোন পার করলেন অরিজিৎ। বিশ্বের সেরা তিন জনপ্রিয় সঙ্গীতশিল্পীর মধ্যে একজন হলেন তিনি। ছাপিয়ে গেলেন টেলর সুইফট, এমিনেমের মতো তারকার নামকেও। 

বিশ্বের সেরা সঙ্গীতশিল্পীদের একটি তালিকা প্রকাশ করেছে ‘স্পটিফাই’। সেই তালিকায় তিন নম্বরে আছেন বাংলা তথা ভারতের গর্ব অরিজিৎ সিং। তালিকা অনুযায়ী শীর্ষে রয়েছেন এড শিরান ও দ্বিতীয় স্থানে রয়েছেন আরিয়ানা গ্রান্দে। অর্থাৎ পৃথিবীজুড়ে সবচেয়ে বেশি মানুষ অনুসরণ করা সঙ্গীতশিল্পীদের মধ্যে অরিজিৎ তৃতীয়। কেরিয়ারে একাধিক মাইলস্টোন পেরিয়েছেন অরিজিৎ সিং। এবার আরও বড় কাণ্ড ঘটিয়ে ফেলেছেন তিনি। আপাতত জনপ্রিয়তার নিরিখে রেহানা থেকে শুরু করে রয়েছে নিক জোনাস, বিলি এলিস কেউই তাঁর ধারে কাছে নেই। প্রসঙ্গত, হিন্দি বা বাংলা যে কোনও ইন্ডাস্ট্রির প্রাণ হয়ে উঠেছেন অরিজিৎ। সিনেমা হিট হোক বা না হোক, গান যদি অরিজিৎ গেয়ে থাকেন তাহলে তা হিট হবেই। 

প্লে-ব্যাক ছাড়াও দেশ-বিশ্বের বিভিন্ন জায়গায় কনসার্ট করেন এই সঙ্গীতশিল্পী। প্রত্যেক শো যে হাউজফুল হয় তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। চলতি বছরেও অরিজিৎ সিং একের পর এক হিট, চার্টবাস্টার গান দিয়েছেন। বছরের শুরুতে শাহরুখ খানের কামব্যাক ছবি পাঠানের ‘জুমে ঝো পাঠান’ বলুন, কিংবা সম্প্রতি মুক্তি পাওয়া গান ‘চালেয়া’, সবই হিট। এই গানটিও শাহরুখের আপকামিং ছবির। যার নাম জওয়ান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 15 =