৪৫ মিনিটের শোয়ের জন্য কত পারিশ্রমিক নেন অরিজিৎ সিং?

৪৫ মিনিটের শোয়ের জন্য কত পারিশ্রমিক নেন অরিজিৎ সিং?

 

মুম্বই: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আরও একবার জোর আলোচনা শুরু হয়েছে সুরের জাদুকর তথা প্রখ্যাত গায়ক অরিজিৎ সিংকে নিয়ে। দিন কয়েক আগেই অরিজিৎ সিংয়ের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে দেখা যায় বলিউড তথা টলিউডের প্রথম সারির গায়ক হওয়া সত্বেও খুবই সাদামাটা জীবন যাপন করেন অরিজিৎ। সাধারণ পোশাক এবং চাকচিক্যহীন জীবনযাপনের জন্য এত বড় গায়ককে পাশে দেখেও চিনতে পারেন না তাঁর অনেক অনুরাগীই। কিন্তু সেই অরিজিৎ সিংয়েরই পারিশ্রমিক শুনলে চোখ কপালে উঠবে। জানা যাচ্ছে মাত্র ৪৫ মিনিটের একটি শোয়ের জন্য প্রায় দেড় কোটি টাকা পারিশ্রমিক নেন অরিজিৎ সিং। দেশ হোক কিংবা বিদেশ বিভূঁইয়ের কনসার্ট পারিশ্রমিক নিয়ে নাকি কোনও আপসই করেন না গায়ক।

আর পাঁচজন সাধারণ গায়কের মত রিয়েলিটি শোয়ের হাত ধরেই গানের জগতে পদার্পণ করেন অরিজিৎ সিং। যদিও কোনও রিয়েলিটি শোয়েরই বিজয়ীর খেতাব তিনি অর্জন করতে পারেননি, কিন্তু তারপরেও তাঁর জনপ্রিয়তা এবং  একচেটিয়া বাজার যেকোনও রিয়েলিটি শোয়ের উইনারকেই পিছনে ফেলে দিয়েছে খুব সহজেই। ২০১৫ সালের ‘আশিকি টু’ ছবিতে গান গেয়ে মুহূর্তের মধ্যেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান অরিজিৎ। তাঁর গাওয়া গান ‘তুম হি হো’-এর জনপ্রিয়তা সেই সময় সনু নিগম কিংবা শানের মতো প্রখ্যাত গায়কের জনপ্রিয়তাকেও সেই সময় পিছনে ফেলে দিয়েছিল। তারপরে আর ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট গান, সেইসঙ্গে অসামান্য গলার কাজ অরিজিৎকে মাত্র কয়েক বছরের মধ্যেই বলিউডের অন্যতম শীর্ষস্থানীয় গায়কের আসন পাইয়ে দিয়েছে। তবে একা বলিউড কেন, অরিজিতের গলায় একাধিক বাংলা গানও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এক কথায় বলতে গেলে এই মুহূর্তে বলিউড কিংবা টলিউডের কোনও সিনেমাই অরিজিতের গান ছাড়া কার্যত অসম্পূর্ণ।

কিন্তু এত জনপ্রিয়তা পাওয়ার পরেও অত্যন্ত সাধারণ জীবনযাত্রাতেই অভ্যস্ত অরিজিৎ। যার কন্ঠের গান দেশ-বিদেশ কাঁপিয়ে বেড়াচ্ছে সেই অরিজিৎ কিন্তু বাণিজ্যনগরী মুম্বইয়ের কোনও বহুতলে নয় বরং বাস করেন তাঁর নিজের ভিটে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। সেখানের একটি প্রাইভেট স্কুলেই পড়াশোনা করছে তাঁর ছেলে। আজ অর্থাৎ ২৫  এপ্রিল এই প্রখ্যাত গায়কের জন্মদিন। দেখতে দেখতে ৩৫-এ  পা দিলেন তারকা। আর সেই জন্মদিনের দিনেই জানা গেল, এবার একটু দুনিয়া ঘুরে দেখার ইচ্ছা জেগেছে গায়কের। বিশ্বস্ত সূত্রে খবর, আগামী কয়েকদিনের মধ্যেই ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছেন অরিজিৎ। অনুরাগীদের নিজেই সে কথা জানিয়েছেন। জানা যাচ্ছে ইংল্যান্ড থেকে আমেরিকা, ইউরোপ থেকে অস্ট্রেলিয়া সবকটি মহাদেশ ঘুরে ঘুরে দেখে মে মাসটা কাটাবেন অরিজিৎ। তবে এটা শুধুই ওয়ার্ল্ড ট্যুর নাকি তাঁর সঙ্গে কিছু কনসার্টে রয়েছে বিদেশে সে বিষয় কিন্তু কিছুই খোলসা করে জানাননি গায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =