Aajbikel

রূপম-অরিজিতের যুগলবন্দি! অনুরাগীদের ইচ্ছা পূরণ করলেন দুই শিল্পী

 | 
অরিজিৎ রূপম

কলকাতা: সঙ্গীত দুনিয়ায় এই মুহূর্তে চর্চায় রয়েছে দুটি নাম। রূপম ইসলাম এবং বলিউডের তারকা শিল্পী অরিজিৎ সিং। শনিবার অরিজিতের কনসার্টে রূপমের উপস্থিতি এবং তাঁদের যুগলবন্দি শোনার পর দর্শকদের মনে একটাই প্রশ্ন, কবে একসঙ্গে শোনা যাবে তাঁদের গান? এর জন্য খুব বেশি দিন অপেক্ষা করতে হল না তাঁদের গুণগ্রাহীদের। কয়েক দিন যেতে  না যেতেই হল সাধ পূরণ৷ অনুরাগীদের মন ভালো করলেন রূপম স্বয়ং। পাশে হাসিমুখে এলেন অরিজিৎ।

আরও পড়ুন- গেরুয়া বিতর্ক নয়, শহরে অনুষ্ঠানের পর ক্ষমা চাইলেন অরিজিৎ! কিন্তু কেন

কয়েক সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করে তাতে রূপম লিখলেন, “নতুন কাজের ঘোষণা। আমি এবং অরিজিৎ। একসঙ্গে কাজ কি আসছে? হ্যাঁ, আসছে। বিস্তারিত জানবেন পরে।” এই ভিডিয়ো পোস্ট করার পর থেকেই উৎসাহিত শ্রোতারা৷ কী হতে চলেছে জানার কৌতূহল। কিন্তু, রূপম জানাচ্ছেন, সবটাই ক্রমশ প্রকাশ্য৷ ওই ভিডিয়োয় রূপম আরও বলেন, “আগের দিন যে ঘটনাটা ঘটেছে, তা ছিল সম্পূর্ণ অপরিকল্পিত। কিন্তু এ বার আমরা আসছি একসঙ্গে, পুরো পরিকল্পনা নিয়ে। আগে সব সময় এমনটাই ঘটেছে যে আমি দর্শকাসনে আর অরিজিৎ স্টেজে কিংবা উল্টোটা। এ বার আসছে নতুন কিছু।” অরিজিৎ আর রূপমের নতুন গানের অ্যালবাম আসছে, না কি কনসার্ট, তা অবশ্য এই পোস্ট থেকে বোঝা যাচ্ছে না৷ 

শনিবার অরিজিতের কনসার্টে তাঁদের যুগলবন্দির পর সেই বিশেষ মুহূর্তের ভিডিয়ো পোস্ট করে রূপম লেখেন, “ধন্যবাদ অরিজিৎ, ভালবাসি তোমায়। এই প্রথম আমাদের সামনাসামনি দেখা। এর চেয়ে ভাল আর কী হত! সম্পূর্ণ অনুষ্ঠানে দারুণ আনন্দ করেছি। বিশেষ করে তোমার গলায় ‘ভূত আর তিলোত্তমা’— শেষ পাতে ছিল উপরি পাওনা। আবার হবে।”

Around The Web

Trending News

You May like