কলকাতা : ৬০ বছরে পা দিল সত্যজিৎ রায়ের ”অপুর সংসার”৷ ১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের অন্যতম ছবি ”অপুর সংসার”মুক্তি পেয়েছিল৷ বুধবার ৬০ বছর পূর্ণতা পেল ”অপুর সংসার”-এর৷ ইতিমধ্যেই ”অপুর সংসার”-এর অপু বড় হয়েছে৷ মা হারা ছেলে এখন শহুরে আদপ কায়দা রপ্ত করেছে৷ উচ্চ শিক্ষা পেলেও চাকরি জোটেনি তাঁর৷ এর মধ্যেই ঘটনাচক্রে অপর্ণাকে বিয়ে করতে বাধ্য হয় সে৷ ধীরে ধীরে সংসার হয় ”অপুর সংসার”৷ ৬০ বছর পেরিয়ে গেলেও এখনও ”অপুর সংসার” বাঙালির মনে অন্যতম স্থান নিয়ে আছে৷
”অপুর সংসার” ছবিতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, শর্মিলা ঠাকুর, অলক চক্রবর্তী, স্বপন মুখার্জি সহ আরও অনেকে৷ অপুর ট্রিলজির শেষ অংশ এটি৷ ”পথের পাঁচালি”-র শিশু অপু দিদিকে হারিয়ে যখন ”অপরাজিত”-তে পরিণত হল, তখন সে হারাল বাবা-মাকে৷ একটা মানুষের জীবনে এত মৃত্যু, এত স্বজনদের হারানো৷ তারপরও তার এগিয়ে চলাই যে মূল বিষয় ছিল ছবির৷ সদ্য দেশ স্বাধীন হওয়ার পর যে পরিণতি হয় একটা দেশের, শুধু রাজ্য বা শহর নয় প্রত্যন্ত গ্রামের মানুষগুলোর কথা শোনার যে কেউ নেই। সবটাই ছবিতে দেখিয়েছিলেন সত্যজিৎ রায়৷