‘পুলিশের ভূমিকারও তদন্ত হওয়া উচিত’, আরজি কর-কাণ্ডে গর্জে উঠলেন অপর্ণা, চাইলেন বিচার

কলকাতা: আরজি কর কাণ্ডে এবার গর্জে উঠলেন অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেন৷ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী। পুলিশের বিরুদ্ধেও তদন্তের…

aparna sen1

কলকাতা: আরজি কর কাণ্ডে এবার গর্জে উঠলেন অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেন৷ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী। পুলিশের বিরুদ্ধেও তদন্তের আর্জি জানিয়েছেন তিনি৷ যুদ্ধকালীন তৎপরতায় মহিলাদের সুরক্ষার দাবিও জানিয়েছেন অপর্ণা৷

নিদেবিতা অনলাইন ইউটিউব চ্যানেলকে দেওয়া একটি সাক্ষাৎকারে পরিচালক-অভিনেত্রী বলেন, “এই নৃশংস ধর্ষণ ও খুনেক ঘটনা দেখার পর আমি স্তব্ধ হয়ে গিয়েছি। এরপর সত্যিই আর কিছু বলার থাকে না। কিন্তু, তারপরও অনেক কিছুই বলার থেকে যায়। কেন মহিলাদের এরকম অরক্ষিতভাবে কাজ করে যেতে হবে? কেন যথেষ্ট সিসিটিভি ক্যামেরা থাকবে না? এই অবহেলার দায় সরকারকেই নিতে হবে। কেন না ঘটনাটি সরকারি হাসপাতালেই ঘটেছে।’

তিনি আরও বলেন, ‘‘ছাত্রছাত্রীদের দাবির সঙ্গে আমি সর্বতোভাবে সহমত পোষণ করি। সরকার যেন অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়৷’’ অভিনেত্রীর দাবি, ‘‘সেই সঙ্গে আরও একটা তদন্ত হওয়া উচিত–যেটা অতনু ভট্ট তাঁর ফেসবুকে লিখেছেন৷  তাঁর সঙ্গে আমি একমত পোষণ করেই বলছি, পুলিশের ভূমিকা নিয়েও তদন্ত হওয়া উচুত। আমার প্রশ্ন–মৃতাকে ওরকম রক্তাক্ত অবস্থায় দেখার পরেও পুলিশ কেন বলল সেটা আত্মহত্যার ঘটনা। কীসের ভিত্তিতে এই ঘোষণা করা হয়েছিল৷ দ্বিতীয়ত, পুলিশ কেন মৃতার বাড়িতে ফোন করে বলল এটা আত্মহত্যা? কার নির্দেশে এই কাজ করা হল? তৃতীয়ত, পুলিশ কেন ময়নাতদন্ত করার জন্য তাড়াহুড়ো করল? যে হাসপাতালে ঘটনাটি ঘটল, সেই হাসপাতালেই বা কেন ময়নাতদন্তের প্রস্তাব উঠল?’’