‘কাজ করা লোকেরা ভ্যানিস, পর্ণশ্রী হয়েছে ভেনিস’! জলযন্ত্রণার ছবিতে কটাক্ষ অপরাজিতার

‘কাজ করা লোকেরা ভ্যানিস, পর্ণশ্রী হয়েছে ভেনিস’! জলযন্ত্রণার ছবিতে কটাক্ষ অপরাজিতার

কলকাতা:  ব্যাট করতে নেমে বেশ ভালোই ছক্কা হাঁকাচ্ছে বর্ষা৷ গত দু’দিনের বৃষ্টিতে জল থইথই শহর কলকাতা৷ নাজেহাল অবস্থা সাধারণ মানুষের৷ বেহালা পর্ণশ্রীর অবস্থাও বেহাল৷ অভিনেত্রী অপরাজিতা আঢ্যর বাড়ির সামনেও জমেছে এক হাঁটু জল৷ সেই ছবি শেয়ার করেই অভিনেত্রী কিছুটা মজা আর কিছুা খোঁচা দিয়ে লিখেছেন, ‘আমাদের বেহালা পর্ণশ্রী কাল থেকে ভেনিস হয়ে গেছে৷ আর যারা ভোটের সময় খুব মানুষের কাজ করার জন্য পাগল হয়ে যাচ্ছিল তারা ভ্যানিশ হয়ে গিয়েছে৷ কী মজা আমরা এখন ভেনিস এ আছি৷’’

আরও পড়ুন- ফের টপলেস ফটোশ্যুটে আগুন ঝরালেন কিয়ারা, হাত দিয়ে আড়াল করলেন স্তন

ঘরের জানলা দিয়েই রাস্তায় জমা জলের ছবি তুলেছেন অপরাজিতা৷ শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়৷ হালকা বৃষ্টি হলেও জল জমে পর্ণশ্রীতে৷ এটা নতুন সমস্যা নয়৷ বছরের পর বছর অবস্থা পরিবর্তন না হওয়ায় অপরাজিতা টুইটে মজার সঙ্গে কটাক্ষ করেন রাজনৈতিক নেতাদের৷ এদিন অভিনেত্রী যে ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে তাঁর বাড়ির সামনে এক হাঁটু জল আর তার মধ্যে দিয়েই ছাতা মাথায় যাচ্ছেন এক ব্যক্তি৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত৷ তার উপর রয়েছে নিম্নচাপ৷ যার জেরেই বাংলাজুড়ে এই বৃষ্টি৷ আর এই বৃষ্টিতেই একেবারে নাজেহাল অবস্থা৷ 

পর্ণশ্রীতে জল জমার সমস্যা নতুন নয়৷ প্রশাসনের তরফে বারবার আশ্বাস দিয়েও কাজ হয়নি৷ এই পরিস্থিতি নিয়েই সরব হলেন অপরাজিতা৷ ভোটের আগে তৃণমূল-বিজেপি উভয় দলের প্রার্থীই জোড় কদমে প্রচার চালিয়েছিল এলাকায়৷ কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তাঁরা৷ কিন্তু পুরনো সমস্যা না মেটায় ইনস্টা পোস্টের মাধ্যমেই বিঁধলেন তিনি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 2 =