করোনায় আক্রান্ত অভিনেত্রী অপরাজিতা আঢ্য, পরিবারের সদস্যদের রিপোর্টও পজিটিভ

কলকাতা: অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। এই নিয়ে চিন্তিত ভক্তকূল। আর এর মধ্যেই এল আরও এক দুঃসংবাদ। করোনায় আক্রান্ত অভিনেত্রী অপরাজিতা আঢ্য। কিছুদিন আগেই করোনা পরীক্ষা করেছিলেন তিনি। এদিন তার রিপোর্ট এসেছে। জানা গিয়েছে করোনা থাবা বসিয়েছে অভিনেত্রীর শরীর। শুধু অপরাজিতা নন, তাঁর পরিবারের আরও অনেকের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে খবর। বর্তমানে অভিনেত্রী ও তাঁর পরিবার হোম আইসোলেশনে রয়েছেন। বাড়িতে থেকেই তাঁদের চিকিৎসা চলছে।

ebd295d5c6b5a101994afe7ec52e33de

কলকাতা: অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। এই নিয়ে চিন্তিত ভক্তকূল। আর এর মধ্যেই এল আরও এক দুঃসংবাদ। করোনায় আক্রান্ত অভিনেত্রী অপরাজিতা আঢ্য। কিছুদিন আগেই করোনা পরীক্ষা করেছিলেন তিনি। এদিন তার রিপোর্ট এসেছে। জানা গিয়েছে করোনা থাবা বসিয়েছে অভিনেত্রীর শরীর। শুধু অপরাজিতা নন, তাঁর পরিবারের আরও অনেকের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে খবর। বর্তমানে অভিনেত্রী ও তাঁর পরিবার হোম আইসোলেশনে রয়েছেন। বাড়িতে থেকেই তাঁদের চিকিৎসা চলছে।

কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এ মাসের গোড়ার দিকে জ্বর এসেছিল তাঁর। হালকা করোনা উপসর্গ দেখা দেওয়ায় করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বেসভিউ হাসপাতালে চিকিৎসা শুরু হয় তাঁর। বয়সের কারণে ও অন্যান্য অসুস্থতার কারণে তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়। তাঁর স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। ১৬ জন চিকিৎসক তাঁকে দেখেন। দিন কয়েক পর করোনা মুক্ত হন তিনি। শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হতে থাকে। দ্বিতীয় প্লাজমা থেরাপির পর তিনি কিছুটা হলেও স্থিতিশীল হয়েছিলেন। কিন্তু তার কিছুদিন পর থেকে ফের পরিস্থিতি খারাপ হতে শুরু করে সৌমিত্রর। স্নায়ুর সমস্যা শুরু হয় তাঁর। বর্তমানে সম্পূর্ণ ভেন্টিলেশনে রাখতে হয়েছে তাঁকে।

সৌমিত্র ছাড়াও টলিউডর আরও অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছে রাজ চক্রবর্তী, কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিকের মতো ব্যক্তিত্ব। আগস্ট মাসের মাঝামাঝি টুইটে রাজ চক্রবর্তী লিখেন তাঁর করোনা হয়েছে। স্ত্রী শুভশ্রী তখন অন্তঃসত্ত্বা। পরের মাসেই ছিল তাঁর ডেলিভারি। তাঁরও করোনা পরীক্ষা করা হয়। কিন্তু রিপোর্ট নেগেটিভ আসে। চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন রাজ চক্রবর্তীও। কিন্তু এর মধ্যেই পরিচালকের বাবা প্রয়াত হন। তার আগে অভিনেত্রী কোয়েল মল্লিকেরও করোনা ধরা পড়ে। শুধু কোয়েল নন, তাঁর বাবা রঞ্জিত মল্লিক, স্বামী নিসপাল সিং রানে ও মায়ের শরীরেও করোনার সন্ধান মেলে। ঘটনার কিছুদিন আগেই মা হন কোয়েল। কিন্তু ভাগ্যক্রমে সদ্যোজাতের করোনা হয়নি। সুস্থই ছিল সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *