ডেনিম জাম্পসুটে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়ালেন অনুষ্কা ও কিয়ারা

মুম্বই: করোনা আবহে বেশিরভাগ সেলিব্রিটিই বাড়িতে রয়েছেন। প্রত্যেকেই একে অপরের থেকে আইসোলেটেড। তবে বি-টাউন সুন্দরীরা সবাইকে তাঁদের সোশ্যাল সাইটের ছবিতে ধরে রেখেছেন। সম্প্রতি, বলিউড তারকা অনুষ্কা শর্মা তাঁর একটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবিতে তাঁকে ডেনিমের জাম্পসুট পরে দেখা গিয়েছে। ঠিক এই ধরনের জাম্পসুটই সিনেমার প্রচারের জন্য কায়ারা আডবাণীও পরেছিলেন। উভয় সুন্দরীই পোশাকটিকে ভালভাবে ক্যারি করেছেন।

মুম্বই: করোনা আবহে বেশিরভাগ সেলিব্রিটিই বাড়িতে রয়েছেন। প্রত্যেকেই একে অপরের থেকে আইসোলেটেড। তবে বি-টাউন সুন্দরীরা সবাইকে তাঁদের সোশ্যাল সাইটের ছবিতে ধরে রেখেছেন। সম্প্রতি, বলিউড তারকা অনুষ্কা শর্মা তাঁর একটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবিতে তাঁকে ডেনিমের জাম্পসুট পরে দেখা গিয়েছে। ঠিক এই ধরনের জাম্পসুটই সিনেমার প্রচারের জন্য কায়ারা আডবাণীও পরেছিলেন। উভয় সুন্দরীই পোশাকটিকে ভালভাবে ক্যারি করেছেন।

তবে একই পোশাক যখন দুজন সুন্দরী পরেন, তখন তাঁদের মধ্যে তুলনা এসেই যায়। অনুষ্কা ও কিয়ারার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। ছবিতে অনুষ্কাকে নীল রঙের ডেনিম জাম্পসুট পরতে দেখা গিয়েছে। জাম্পসুট মাঝখানে একটি কাট-আউট রয়েছে। এটিই এর বৈশিষ্ট্য। চটকদার ডেনিমের পোশাকটি একটি জিপার জোয়াল ডিজাইন এবং বড় পকেটযুক্ত। এছাড়া এই পোশাকের একটি বোনাস পয়েন্ট হল এর বাদামী রঙের দীর্ঘ বেল্ট। আলিয়া আল রুফাইয়ের স্টাইল অনুসারে সেজেছিলেন অনুষ্কা। তাঁর লুক ছিল সিম্পল। কোনও অ্যাকসেসারিজ তিনি পরেননি। তাঁর মেক-আপ ছিল ন্যুড। হেয়ারস্টাইল ছিল সেন্টার-পার্টিংয়ে।

অন্যদিকে কিয়ারা এই পোশাকে স্টাইলটি কিন্তু বদলে নিয়েছিলেন। তিনি চুলে পনিটেল বেঁধেছিলেন। আর সেটি কার্ল করে নিয়েছিলেন। সামনের কয়েকটি চুলও কার্ল করেছিলেন। তিনিও অ্যাকসেসারিজ পরেমম্। তবে একটি ছবিতে তাঁর হাতে আঙটি দেখা গিয়েছে। এছাড়া কানে ছিল হুপ কানের দুল। সেগুলি রীতিমতো স্পার্ক করেছিল। কিন্তু ওই পর্যন্তই। বেশি কিছু পরেননি তিনি। নিজের মেক-আপের দিকে নজর দিয়েছিলেন। হাইলাইট করা গাল এবং চকচকে ঠোঁটের মিলিয়ে একটি নরম গ্ল্যাম চেহারা দিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + seventeen =