Aajbikel

তিরিশ পেরনোর আগেই কেন বিরাটের গলায় মালা দিয়েছিলেন অনুষ্কা? সিক্রেট ফাঁস অভিনেত্রীর

 | 
অনুষ্কা বিরাট

মুম্বই: বলিউডের সঙ্গে ক্রিকেটের বহু পুরনো সম্পর্ক৷ বহু অভিনেত্রীই ঘর বেঁধেছেন ২২ গজের তারকাদের সঙ্গে৷ তাঁদের মধ্যে অন্যতম বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা৷ যাঁরা অনেকের কাছেই আইডিয়াল কাপল৷ কিন্তু জানেন কি তিরিশ পেরনোর আগেই কেন বিয়ের পিড়িতে বসেছিলেন অভিনেত্রী? বলিউডি নায়িকাদের ক্ষেত্রে এ এক ব্যতিক্রমী ঘটনা৷ কিন্তু কেন আগেভাগে বিরাট কোহলির গলায় মালা দিতে চায়েছিলেন অনুষ্কা?  জল্পনা শুরু হয়েছিল তখন থেকেই। 

আরও পড়ুন- বিশ্বকাপের রাতেই 'বিশ্বজয়' সরগমের, ২১ বছর পর ভারতীয়র মাথায় মিসেস ওয়ার্ল্ডের মুকুট

ভারতীয় ক্রিকেটতারকা তথা প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির মহিলা অনুরাগীর সংখ্যা অগণিত। তবে কি হাতছাড়া হওয়ার ভয়েই তাড়াহুড়ো করে গাঁটছড়া বেঁধেছিলেন ‘পিকে’র নায়িকা? জবাব দিলেন খোদ অভিনেত্রীই৷ 

বিরাট অনুষ্কা


গত ১১ ডিসেম্বর বিয়ের ৫ বছর পূর্ণ হল বিরাট-অনুষ্কার। মাখোমাখো সম্পর্কে কোনও খামতি আসেনি তাঁদের৷ এরই মাঝে তাঁদের জীবনে এসেছে ছোট্ট ভামিকা৷ কাজ সেরে দেড় বছরের মেয়েকে নিয়েই ব্যস্ত থাকেন বিরুষ্কা। কিন্তু আগে বিয়ে করে কী সুবিধা হল অনুষ্কার? 

‘চাকদহ এক্সপ্রেস’-এর প্রচার অনুষ্ঠানে এসে বিরাট-ঘরণী জানান, তিনি বিরাটের প্রেমে পড়েছিলেন। তাই সাত তাড়াতাড়ি বিয়ে করেছেন। তাঁর কথায়, “মেয়েদের বিয়ের বয়স নিয়ে আমাদের সমাজে নানা ধারণা রয়েছে। আমি ২৯ বছরে বিয়ে করেছি। অভিনেত্রীরা সাধারণত আর একটু বেশি বয়সে বিয়ে করে থাকেন। কিন্তু আমার তাড়া ছিল, কারণ আমি প্রেমে ছিলাম। এখনও আছি।”

বিরাট কোহলি অনুষ্কা

অনুষ্কা আরও জানান, স্বামী-স্ত্রী একসঙ্গে সুখী দাম্পত্য কাটাবেন, সেটা দেখতে ভাল লাগে। তিনি আর বিরাটও চেয়েছিলেন সুখী দম্পতি হতে। তাঁর অল্প বয়সে বিয়ে করার সিদ্ধান্ত সঠিক ছিল বলেই মনে করেন অনুষ্কা।  
 

Around The Web

Trending News

You May like