অনুরাগের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ, পাশে দাঁড়ালেন প্রাক্তন স্ত্রী কল্কি

মুম্বই: অভিনেত্রী পায়েল ঘোষ অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে সম্প্রতি যৌন হেনস্তার অভিযোগ এনেছেন। ঘটনায় অনুরাগ কাশ্যপের পাশে দাঁড়িয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী কল্কি কেঁকলা। কল্কি তাঁর সোশ্যাল মিডিয়ায় বিবৃতিতে অনুরাগকে পর্দায় এবং বাস্তব জীবনে উভয় ক্ষেত্রেই চ্যাম্পিয়ন বলে প্রশংসা করেছেন। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত সম্পর্কে ছিলেন কল্কি ও অনুরাগ। এরপর তাঁদের ডিভোর্স হয়ে যায়।

মুম্বই: অভিনেত্রী পায়েল ঘোষ অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে সম্প্রতি যৌন হেনস্তার অভিযোগ এনেছেন। ঘটনায় অনুরাগ কাশ্যপের পাশে দাঁড়িয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী কল্কি কেঁকলা। কল্কি তাঁর সোশ্যাল মিডিয়ায় বিবৃতিতে অনুরাগকে পর্দায় এবং বাস্তব জীবনে উভয় ক্ষেত্রেই চ্যাম্পিয়ন বলে প্রশংসা করেছেন। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত সম্পর্কে ছিলেন কল্কি ও অনুরাগ। এরপর তাঁদের ডিভোর্স হয়ে যায়।

কল্কি তাঁর টুইটে লিখেছেন, “ট্রোলারা তো ট্রোল করবেই।” তাঁর বিবৃতিতে তিনি বলেছিলেন, “প্রিয় অনুরাগ, এই সোশ্যাল মিডিয়া সার্কাসটি যেন তোমার কাছে না আসে। তুমি তোমার স্ক্রিপ্টে নারীদের স্বাধীনতার জন্য লড়াই করেছ। তুমি নিজের পেশাদার স্থানের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তাদের পাশে দাঁড়িয়েছো। আমি এর সাক্ষী থেকেছি। ব্যক্তিগত এবং পেশাগত জায়গাগুলিতে তুমি আমাকে সর্বদা তোমার সমতুল্য হিসাবে দেখেছো। তুমি আমাদের বিবাহবিচ্ছেদের পরেও আমার সততার পক্ষে দাঁড়িয়েছিলে এবং আমি যখন আমার কাজের পরিবেশে নিরাপত্তাহীনতায় ভুগেছি তখন তুমি আমাকে সমর্থন করেছিলে। এই অদ্ভুত সময় প্রত্যেকে একে অপরকে গালাগালি করতে এবং কোনও প্রমাণ ছাড়াই মিথ্যা দাবি করতে ব্যস্ত। এটি একটি বিপজ্জনক এবং জঘন্যতম ঘটনা। এটি পরিবার, বন্ধু এবং দেশকে ধ্বংস করছে। তবে এই ভার্চুয়াল রক্ত ​​স্নানের বাইরেও রয়েছে এমন মর্যাদার জায়গা, তোমার চারপাশের লোকজনের প্রয়োজনের প্রতি মনোযোগ দেওয়ার জায়গা, কাউকে না দেখিয়ে সদয় হওয়ার জায়গা। আমি জানি তুমি সেই জায়গার সঙ্গে খুব পরিচিত।”

 

null

পায়েল ঘোষ টুইটারে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে মুখ খোলার চেষ্টা করেছিলেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিজের টুইটে ট্যাগ করেন ও অনুরাগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন। তিনি লেখেন, “অনুরাগ কাশ্যপ নিজেকে আমার উপর অত্যন্ত খারাপভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। দয়া করে পদক্ষেপ নিন এবং দেশটিকে এই সৃজনশীল লোকটির পিছনে থাকা দানবটি দেখতে দিন। আমি সচেতন যে এটি আমার ক্ষতি করতে পারে এবং আমার নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। প্লিজ সহায়তা করুন।” একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, “আমি অস্বস্তি বোধ করছিলাম। যা ঘটেছিল তা হওয়া উচিত ছিল না। যদি কেউ কাজের জন্য আপনার কাছে আসে, তার মানে এই নয় যে ওই ব্যক্তি যে কোনও কিছু করতে প্রস্তুত রয়েছে।”

অনুরাগ কাশ্যপ অবশ্য তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এবং এগুলিকে ভিত্তিহীন বলে অভিহিত করেছেন। অনুরাগ কাশ্যপ একাধিক টুইটের অভিযোগে অভিযোগগুলি বাতিল করে দিয়েছেন এবং তাকে ‘নীরবতার চেষ্টা’ বলে বর্ণনা করেছেন। হিন্দিতে পোস্ট করা একটি দীর্ঘ টুইটে অনুরাগ কাশ্যপ লিখেছিলেন, “বাহ, আমাকে থামানোর চেষ্টা করতে আপনার এত সময় লেগেছে। কিছু মনে করবেন না … আমাকে চুপ করার জন্য আপনি নিজে একজন মহিলা হওয়া সত্ত্বেও অন্য মহিলাকে টেনে এনেছেন। দয়া করে সীমাবদ্ধ থাকুন ম্যাডাম। আমি শুধু বলতে চাই সমস্ত অভিযোগ ভিত্তিহীন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − sixteen =