দেব-সৃজিতের ছবিতে একসঙ্গে কাজ করবেন পরমব্রত-অনুপম! কমল কি দূরত্ব?

দেব-সৃজিতের ছবিতে একসঙ্গে কাজ করবেন পরমব্রত-অনুপম! কমল কি দূরত্ব?

anupam

কলকাতা:  বন্ধুর বউকে বিয়ে করে নেটপাড়ায় রীতিমতো খলনায়ক হয়ে উঠেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়৷ এদিকে, প্রাক্তন স্ত্রীর সঙ্গে বন্ধুর হিয়ে নিয়ে স্পিকটি নট অনুপম৷ অনেকেই ভেবেছিলেন এবার হয়তো পরমব্রত ও অনুপমের সম্পর্কেও দূরত্ব তৈরি হবে৷ কিন্তু,  বিনোদন দুনিয়ার হিসেবেনিকেশই আলাদা। কোনও কিছুই এখানে চিরস্থায়ী নয়। সেই সূত্র ধরেই এবার জুড়ছে সম্পর্ক৷

টলিপাড়ায় সৃজিত মুখোপাধ্যায় এবং দেবের সম্পর্কের টানাপোড়েন নিয়েও কানাঘুষো শোনা যায়৷ তবে সব ঝামেলা দূরে সরিয়েই জুন মাসে দু’জনে জানিয়েছিলেন একসঙ্গে ছবি করার কথা। জানা গিয়েছে, সৃজিত পরিচালিত থ্রিলারে জুটিতে থাকবেন দেব ও রুক্মিণী মৈত্র৷ বাড়তি পাওনা পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। ওই ছবিতেই সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুপম রায়। শোনা যাচ্ছে, ছবির নাম ‘টেক্কা’৷ প্রযোজনা করছে দেব এন্টারটেনমেন্ট। জানুয়ারি মাস থেকেই ছবির কাজ শুরু হওয়ার কথা। সব কিছু ঠিক থাকলে এই ছবির হাত ধরেই একসঙ্গে কাজ করবেন পরমব্রত ও অনুপম৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 6 =