৯ মাসের সুরের লড়াই জিতে অঙ্কিতা গাইলেন প্রথম অ্যালবামে

কলকাতা : টানা ৯ মাসের সুরের লড়াই জিতেছিলেন অঙ্কিতা ভট্টাচার্য৷ জয়ের মুকুট মাথায় ওঠার কয়েক দিনের মধ্যেই রেকর্ডিং স্টুডিও দেখা মিলল অঙ্কিতাকে৷ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গানের অ্যালবাম রেকর্ডিং করেছেন অঙ্কিতা৷ গানটি লিখেছেন পঙ্কজ কুমার সরকার ও সুর দিয়েছেন বাণীকন্ঠ সাহা৷ এই প্রথম গানের অ্যালবামে গলা দিলেন গোবরডাঙার ইছাপুরের দ্বাদশ শ্রেণির ছাত্রী অঙ্কিতার৷ প্রথম রেকর্ডিংয়ে দেশাত্মবোধক

৯ মাসের সুরের লড়াই জিতে অঙ্কিতা গাইলেন প্রথম অ্যালবামে

কলকাতা : টানা ৯ মাসের সুরের লড়াই জিতেছিলেন অঙ্কিতা ভট্টাচার্য৷ জয়ের মুকুট মাথায় ওঠার কয়েক দিনের মধ্যেই রেকর্ডিং স্টুডিও দেখা মিলল অঙ্কিতাকে৷ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গানের অ্যালবাম রেকর্ডিং করেছেন অঙ্কিতা৷ গানটি লিখেছেন পঙ্কজ কুমার সরকার ও সুর দিয়েছেন বাণীকন্ঠ সাহা৷ এই প্রথম গানের অ্যালবামে গলা দিলেন গোবরডাঙার ইছাপুরের দ্বাদশ শ্রেণির ছাত্রী অঙ্কিতার৷ প্রথম রেকর্ডিংয়ে দেশাত্মবোধক গান গাইতে পেরে খুশি অঙ্কিতা ও তাঁর পরিবার৷ এই অ্যালবামের গানটি মুক্তি পাবে সোশ্যাল মিডিয়ায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − eight =