এক রাতেই সব শেষ… ‘বিগ বস্’-এর ঘরে সুশান্তের সঙ্গে ব্রেকআপ নিয়ে মুখ খুললেন অঙ্কিতা

এক রাতেই সব শেষ… ‘বিগ বস্’-এর ঘরে সুশান্তের সঙ্গে ব্রেকআপ নিয়ে মুখ খুললেন অঙ্কিতা

ankita lokhande

মুম্বই: শুরুটা হয়েছিল ‘পবিত্র রিস্তা’র সেটে৷ সেখানেই প্রথম দেখা ও তার পর প্রেম। এর পর টানা ৬ বছর একসঙ্গে কাটিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখাণ্ডে। একটি জাতীয় টেলিভিশন চ্যানেলে রিয়্যালিটি শোয়ের মঞ্চ থেকে  অঙ্কিতাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন অভিনেতা। কিন্তু ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র সাফল্যের পর বদলে যায় সম্পর্কের রসায়ন৷ আলগা হতে থাকে বাঁধন। ২০১৬ সালে সব শেষ। কিন্তু, কেন ভাঙল তাঁদের সম্পর্ক? এর জন্য কে দায়ী, তা নিয়ে অতীতে কখনও কেউই মুখ খোলেননি। তবে ‘বিগ বস্ ১৭’-এর ঘরে এসে সুশান্তের স্মৃতিচারনেই ডুব দিলেন অঙ্কিতা। সহ-প্রতিযোগী মুনাওয়ারের কাছে ফাঁস করলেন তাঁদের সম্পর্ক ভাঙার কারণ। 

বিগ বস ১৭-তে অংশ নিয়েছেন অঙ্কিতা লোখাণ্ডে ও ভিকি জৈন। বিয়ের আগে একসঙ্গে স্মার্ট জোড়ি-তে ভাগ নিয়েছিলেন তাঁরা। সেই শোয়ে জয়ীও হন৷ সোমবারের এপিসোডে মুনাওয়ার ফারুকির সঙ্গে কথা বলার সময় অঙ্কিতা জানালেন, কোনও কারণ ছাড়াই  ব্রেকআপ করে নিয়েছিলেন সুশান্ত। অঙ্কিতা জানান, পুরনো সম্পর্ক থেকে বেরোতে প্রায় দু’বছর সময় লেগে গিয়েছিল তাঁর। তাঁদের বিচ্ছেদে ভেঙে পড়েছিলেন অঙ্কিতার মা-বাবাও। যদিও ২০২০ সালে সুশান্তের আকস্মিক প্রয়াণের পর প্রাক্তন প্রেমিকের পরিবারে পাশে দাঁড়িয়েছিলেন অঙ্কিতা৷ সুশান্তের বাবাও বলেছিলেন, তাঁরা সুশান্তের প্রেমিকা হিসাবে এক জনকেই চিনতেন৷ তিনি অঙ্কিতা৷  

এদিন বিগ বসের ঘরে সুশান্তের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘‘আমাদের সম্পর্ক ভাঙার পিছনে কোনও কারণই ছিল না। আসলে ও সাফল্য পেতে শুরু করল। চারপাশে লোকজন বাড়ল, অনেকেই ওঁকে ভুল বোঝাতে শুরু করেছিল। এক রাতের মধ্যে ও ছ’ বছরের সম্পর্ক ভেঙে দেয়। সেই রাতে দেখলাম, ওঁর চোখে আমার জন্য আর কিছুই অবশিষ্ট নেই৷’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =