রিয়াকে কটাক্ষ? নারীর ক্ষমতায়ণ নিয়ে পোস্ট করলেন অঙ্কিতা

মুম্বই: 'পবিত্র রিশতা' খ্যাত অভিনেত্রী অঙ্কিতা লোখণ্ডের সর্বশেষ পোস্টগুলির বেশিরভাগই নারীর ক্ষমতায়ণের প্রসঙ্গে। মহিলা ক্ষমতায়ণ সম্পর্কে তাঁর সর্বশেষ পোস্টটি হল মহিলারা অনেক ক্ষুদ্র বিষয়ে কাঁদতে পারে। কিন্তু এই মহিলারাই আবার মুখের হাসি দিয়ে সবচেয়ে শক্তিশালী সমস্যার সমাধান করতে পারে।

মুম্বই: 'পবিত্র রিশতা' খ্যাত অভিনেত্রী অঙ্কিতা লোখণ্ডের সর্বশেষ পোস্টগুলির বেশিরভাগই নারীর ক্ষমতায়ণের প্রসঙ্গে। মহিলা ক্ষমতায়ণ সম্পর্কে তাঁর সর্বশেষ পোস্টটি হল মহিলারা অনেক ক্ষুদ্র বিষয়ে কাঁদতে পারে। কিন্তু এই মহিলারাই আবার মুখের হাসি দিয়ে সবচেয়ে শক্তিশালী সমস্যার সমাধান করতে পারে।

অঙ্কিতা লোখণ্ডে সম্প্রতি গোলাপি শাড়ি ও সোনার গহনা পরে নিজের একটি ছবি শেয়ার করেছেন। তাঁকে দেখতেও খুব সুন্দর লাগছেন। এই ছবিগুলির ক্যাপশনে অঙ্কিতা লিখেছেন, “মেয়েরা ছোট ছোট কথাতেই কেঁদে ফেলে। কিন্তু জীবনে বড় থেকে বড় সমস্যা হাসিমুখে সামলে নেয়।” অনেকে মনে করছেন এই পোস্টটি করে রিয়াকে একহাত নিলেন অঙ্কিতা। যদিও পোস্টে কোথাও অঙ্কিতা কোথাও রিয়ার নাম নেননি। 

Ladkiya choti choti baaton per ro deti hai Per life ki badi se badi mushkil haste haste Handle kar leti hai 😊 #powerofwomen

A post shared by Ankita Lokhande (@lokhandeankita) on Aug 29, 2020 at 11:45pm PDT

সম্প্রতি অঙ্কিতা সুশান্ত সিং রাজপুতকে নিয়ে একটি ভিডিওটি পোস্ট করেছিলেন তাঁর ইনস্টাগ্রাম পেজে। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর দাবি করেছিলেন সুশান্তের ফ্লাইটে ‘ক্লাস্ট্রোফোবিয়া’ হত। এর জন্য ওষুধ নিয়েছিলেন তিনি। এর পরিপ্রেক্ষিতেই ভিডিওটি পোস্ট করেন অঙ্কিতা। গত বছর তাঁদের ইউরোপ ভ্রমণের বিবরণ শেয়ার করার সময় রিয়া বলেছিলেন, “ইউরোপ ট্রিপে যাওয়াক দিন সুশান্ত তাঁকে বলেছিলেন তাঁর ফ্লাইটে বসতে ক্লাস্ট্রোফোবিয়া হয়। আর তার জন্য তিনি ওষুধ খান। ওষুধের নাম মেডাফিনিল। ওর কাছে ওই ওষুধ সবসময় থাকে। ফ্লাইটে উঠার আগে সে নিজেই সেই ওষুধ নিয়ে নিত। এর কোনও প্রেসক্রিপশন নেই। কারণ ওষুধটি তাঁর কাছে আগে থেকেই ছিল।”

এছাড়া সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখণ্ডে জানিয়েছেন যে অভিনেত্রী যখন তাঁর সঙ্গে ছিলেন তখন তিনি কখনও সুশান্তকে মাদক সেবন করতে দেখেননি। অঙ্কিতা বলেছেন, “আমি যখন সুশান্তের সঙ্গে ছিলাম সে সময় মাদক সেবন করতে দেখিনি। ও ওর স্বাস্থ্য নিয়ে খুব সচেতন ছিল।” বিজেপির বিধায়ক অমিত সাটম ড্রাগ অ্যাঙ্গেলের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন যে এটি মাদক সেবন সম্পর্কে নয়। মাদক দ্রব্য ভুল প্রয়োগের বিষয়ে। যিনি নিচ্ছেন সেটি তাঁর জ্ঞানের বাইরে ছিল। কতটা ড্রাগ নিলে মারা যাবে তা জানতেন না তিনি। বিজেপি নেতা নারকোটিক ড্রাগস এবং সাইকোট্রপিক সাবটেন্স অ্যাক্ট লঙ্ঘনের কথাও তুলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − one =