মুম্বই: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁর কোনও এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তাঁরই এক প্রাক্তন বান্ধবীর ফ্ল্যাটের জন্য ইএমআই কাটা হত বলে খবর সামনে এসেছিল। এখন জানা গেল সুশান্তের সেই প্রাক্তন বান্ধবী নাকি অঙ্কিতা লোখান্ডে। তাঁর সাড়ে চার কোটি টাকা ফ্ল্যাটের জন্যই নাকি ইএমআই দিতেন সুশান্ত। যদিও এই তথ্য সামনে আসার পরই অঙ্কিতা লোখান্ডে তরফেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।
শুক্রবার এক সংবাদসংস্থায় প্রকাশিত হয় ইডিকে রিয়া জানিয়েছেন সুশান্ত সিং রাজপুত নাকি তাঁর প্রাক্তন বান্ধবীর ফ্ল্যাটের জন্য টাকা দিতেন। প্রথম সেই বান্ধবীর নাম সামনে না এলেও পরে জানা যায় ইডির কাছে রিয়া নাকি সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতার নাম নিয়েছেন। তাঁৎ বিরুদ্ধে অভিযোগ ওঠার পরই ফ্লাটের ইএমআইয়ের যাবতীয় কাগজপত্র সোশ্যাল মিডিয়ার সামনে আনেন অঙ্কিতা।
লেখেন গত বছর জানুয়ারি মাস থেকে এ বছরের মার্চ মাস পর্যন্ত ব্যাঙ্কের লেনদেন হিসেব দেখান তিনি। তারপরই বলেন এরপরে আর তাঁর কিছু বলার নেই। সমস্ত তথ্য প্রমাণ সবার সামনে উপস্থিত। অঙ্কিতা যে ছবি তাঁর ইনস্টাগ্রামে দিয়েছেন সেখানে দেখা যাচ্ছে প্রতিমাসে তারই অ্যাকাউন্ট থেকে ফ্ল্যাটের ইএমআইয়ের জন্য ২৩ হাজার ৭৭৫ টাকা এবং ৭৪ হাজার ২৯৬ টাকা দিতেন অঙ্কিতা। সুশান্তের দিদিও অঙ্কিতার বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাৎ করে দেন। জানান অঙ্কিতা সেলফ ইন্ডিপেন্ডেন্ট গার্ল।
সুশান্তের বাবা রিয়ার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়া ও আর্থিক তছরূপ সহ একাধিক অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগের তদন্ত করতে গিয়ে রিয়া, তাঁর ভাই সৌভিক চক্রবর্তী এবং বাবাকে জিজ্ঞাসাবাদ করে এনফর্সমেন্ট ডিরেক্টরেট। তখনই জানা যায় সুশান্তের তিনটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। তার মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড অ্যাকাউন্টে ২৫ থেকে ৩০ লক্ষ টাকা জমা রয়েছে। এছাড়া এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্টে ১ কোটি ১৭ লক্ষ টাকা রয়েছে।
সুশান্তের কোটাক মাহিন্দ্রা ব্যাংকে রয়েছে ২ কোটি ২৪ লক্ষ টাকা। এই তিনটি অ্যাকাউন্টের একটি থেকে এখনও সুশান্তের কোন এক প্রাক্তন বান্ধবীর জন্য ইএমআই কাটা হয়। ইএমআই সুশান্তের নামে কাটা হলেও সেই ফ্ল্যাটটি তিনি আসলে কিনেছিলেন কোনও এক প্রাক্তন বান্ধবীর জন্য। যে অ্যাকাউন্ট থেকে এই টাকা কাটা হচ্ছে সেখানে এখনও সুশান্তের ৩৫ লক্ষ টাকা রয়েছে বলে খবর।