মুম্বই: সুশান্ত সিং রাজপুত অভিনীত, ২০০৯ সালে জি-টিভিতে শুরু হওয়া ধারাবাহিক ‘পবিত্র রিস্তা’ সেরার শিরোপা অর্জন করেছিল৷ সুশান্ত এবং অঙ্কিতা উভয়ের অভিনয় দর্শক পছন্দ করেছিলেন৷ এই ধারাবাহিকের প্রযোজনা করেছিলেন একতা কাপুর৷ সুশান্তের মৃত্যুর পর এবার তাঁর সহ-অভিনেত্রী অঙ্কিতা প্রযোজকের কাছে আবেদন করলেন, আবার ছোট পর্দায় ফিরুক পবিত্র রিস্তা৷ তিনি উল্লেখ করলেন, এটা সুশান্তকে শ্রদ্ধা জ্ঞাপনের সঠিক উপায় হতে পারে৷
গত ১৪ জুন সুশান্ত সিং রাজপুতকে হারিয়েছে বলিউড৷ নিজের বাড়িতে তিনি আত্মহত্যা করেন ওই দিন৷ ফলে, তাঁকে স্মরণ করার জন্য এর চেয়ে ভালো উপায় হতে পারেনা বলে মত অঙ্কিতা’র৷ একথা শুনে একতা কাপুরও এক কথায় রাজী হয়েছেন৷ একসময় মানব ও অর্চনার জুটি অর্থাৎ সুশান্ত এবং অঙ্কিতা’র এই ধারাবাহিক দর্শক খুব ভালোবেসেছিলেন৷ একতা কাপুর অঙ্কিতা’র এই আবেদনকে সাধুবাদ জানিয়ে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন৷ এমনটাই জানা গেল মুম্বই মিরর পত্রিকার একটা রিপোর্ট থেকে৷
জানা গিয়েছে, একতা’র প্রযোজনা সংস্থা ‘বালাজি টেলিফিল্মস’ ইতিমধ্যেই কতকগুলি পুরোনো সিরিজের সিক্যুয়েল নিয়ে এগোনোর কথা ভাবছে৷ তার মধ্যে উল্লেখ্য হল, ‘হাম পাঁচ’, ‘কাসোউটি জিন্দেগি কি’ এবং ‘নাগিন’। এই ধারাবাহিক সমানভাবে অঙ্কিতা’র কাছে গুরুত্বপূর্ণ ছিল৷ একতা এবং অঙ্কিতা দু’জনে টিমের সঙ্গে বসে এই ধারাবাহিকের সিক্যুয়েল নিয়ে চিন্তা ভাবনা করবেন, এমনটাই জানা যাচ্ছে৷
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর একমাস পূর্ণ হওয়ার দিনে অঙ্কিতা সুশান্তকে শ্রদ্ধা জ্ঞাপন করে, তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে ইতিমধ্যে একটি পোস্ট করেছিলেন৷ যেখানে এই ধারাবাহিকের একটি মুহূর্তের ভিডিও তিনি প্রকাশ করেছেন৷ এই ছবিতে দেখা যাচ্ছে, অঙ্কিতা একটা প্রদীপ জ্বালিয়েছেন৷ তাঁর পাশে দাঁড়িয়ে সুশান্ত৷ ট্যাগ লাইনে তিনি লিখেছেন, ‘চাইল্ড অব গড’৷