ছাঁদনাতলায় অনির্বাণ, গাঁটছড়া বাঁধলেন দীর্ঘদিনের বান্ধবী মধুরিমার সঙ্গে

কলকাতা: বিয়ের কথা ঘোষণা অনির্বাণ ভট্টাচার্য করেছিলেন কয়েকদিন আগেই। এবার বিয়েটা সেরেই ফেললেন অভিনেতা। দীর্ঘদিনের বান্ধবী মধুরিমা গোস্বামীকে বিয়ে করেন তিনি। শীতের সন্ধ্যায় রেজিস্ট্রি এবং সিঁদুরদানের মাধ্যমে মধুরিমার সঙ্গে বিয়ে সম্পন্ন হয় অনির্বাণের। বিয়ের আসর বসেছিল সল্টলেকের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে।

 

কলকাতা: বিয়ের কথা ঘোষণা অনির্বাণ ভট্টাচার্য করেছিলেন কয়েকদিন আগেই। এবার বিয়েটা সেরেই ফেললেন অভিনেতা। দীর্ঘদিনের বান্ধবী মধুরিমা গোস্বামীকে বিয়ে করেন তিনি। শীতের সন্ধ্যায় রেজিস্ট্রি এবং সিঁদুরদানের মাধ্যমে মধুরিমার সঙ্গে বিয়ে সম্পন্ন হয় অনির্বাণের। বিয়ের আসর বসেছিল সল্টলেকের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে।

অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য যে বিয়ে করছেন তা কিছুদিন আগেই জানা যায়। প্রকাশ্যে আসে অনির্বাণের বান্ধবীর কথাও। জানা যায় দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছেন তিনি। বান্ধবীর নাম মধুরিমা। তাঁকেই বিয়ে করলেন অনির্বাণ। তবে করোনা আবহে বেশি জাঁড়জমক করে বিয়ে করেননি অনির্বাণ ও মধুরিমা। শুধু মালাবদল ও সিঁদুরদানের মাধ্যমেই বিয়ে সারেন তাঁরা। বিয়ের দিন তিনি লাল রঙের পাঞ্জাবি ও ধুতি পরেছিলেন অনির্বাণ। মধুরিমা পরেছিলেন লাল রঙের শাড়ি ও সোনালি প্রিন্টেড ব্লাউজ। বিয়ের দিন দুজনেই হালকা সাজে সেজেছিলেন। সিঁদুরদানের পর বর ও কনে একসঙ্গে ক্যামেরার সামনে পোজও দেন। 

প্রসঙ্গত মধুরিমা গোস্বামীও থিয়েটার করেন। নাটকের সঙ্গে যোগাযোগ রয়েছেন তাঁরও। অনির্বাণের সঙ্গে তিনি অনেক কাজও করেছেন একাধিক। এছাড়া মধুরিমার বাড়িতেও সংস্কৃতির চর্চা রয়েছে। তাঁর বাবা মূকাভিনয়ের জন্য পদ্মশ্রী পেয়েছেন। তিনি হলেন শিল্পী নিরঞ্জন গোস্বামী। এছাড়া মধুরিমাও থিয়েটার নিয়ে পড়াশোনা করেছেন। তিনি অনির্বাণের মতোই রাজনীতি সচেতন মানুষ। দুজনের ছবি এখন রীতিমতো ভাইরাল নেটদুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 2 =