ছবির প্রযোজকের বিরুদ্ধে মুখ খুললেন ক্ষুব্ধ নার্গিস

মুম্বই: ‘অমাবস’ ছবির প্রচারের মাঝে সরে গিয়েছেন অভিনেত্রী নার্গিস ফকরির বিরুদ্ধে৷ কলকাতাতেও এই ছবির প্রচারে তিনি আসেননি৷ অভিযোগ করেছিলেন ছবির অন্যান্য সদস্যরা৷ এই অভিযোগ দেখে হতাশ হয়েছেন নার্গিস৷ কিন্তু, কেন এই হতাশা? অভিযোগ হরর ফিল্ম ‘অমাবস’-এর প্রচারের মাঝ পথে তিনি নাকি ব্যক্তিগত কারণে বিদেশে চলে গিয়েছিলেন৷ নার্গিস এই অভিযোগ আগেই অস্বীকার করেছেন৷ তিনি বলেছেন, ‘যথাযথ

ছবির প্রযোজকের বিরুদ্ধে মুখ খুললেন ক্ষুব্ধ নার্গিস

মুম্বই: ‘অমাবস’ ছবির প্রচারের মাঝে সরে গিয়েছেন অভিনেত্রী নার্গিস ফকরির বিরুদ্ধে৷ কলকাতাতেও এই ছবির প্রচারে তিনি আসেননি৷ অভিযোগ করেছিলেন ছবির অন্যান্য সদস্যরা৷ এই অভিযোগ দেখে হতাশ হয়েছেন নার্গিস৷ কিন্তু, কেন এই হতাশা?

ছবির প্রযোজকের বিরুদ্ধে মুখ খুললেন ক্ষুব্ধ নার্গিসঅভিযোগ হরর ফিল্ম ‘অমাবস’-এর প্রচারের মাঝ পথে তিনি নাকি ব্যক্তিগত কারণে বিদেশে চলে গিয়েছিলেন৷ নার্গিস এই অভিযোগ আগেই অস্বীকার করেছেন৷ তিনি বলেছেন, ‘যথাযথ প্ল্যানিং এবং ঠিকঠাক তা জানানোর অভাবে এই ছবির প্রচার করার কাজটা খুবই ক্লান্তিকর হয়ে উঠেছিল আমার কাছে৷ ৭ দিন প্রচার করার কথা ছিল, এবং সেই কাজটা যথাযথভাবেই করা হয়েছিল৷’’

ছবির প্রযোজকের বিরুদ্ধে মুখ খুললেন ক্ষুব্ধ নার্গিসকিন্তু প্রয়োজনা সংস্থার একজন মুখপাত্র বলেছেন, ‘কথা ছিল প্রোমোশনের কাজে নার্গিস দেশে থাকবেন ১৫ জানুয়ারি পর্যন্ত৷ কিন্তু সেই সময়ের বেশ আগে ১১ তারিখ নার্গিস আমাদের ছেড়ে চলে যান৷’’ এই অভিযোগ শুনে বিস্মিত নার্গিস বলেছেন, ‘আমার আগে চলে যাওয়া নিয়ে যে বিতর্ক উঠেছে তার সূত্রটা কী? সত্যি কথা বলতে কী আমাকে কেউ আগে জানাননি যে ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে৷ তেমনই ছবির প্রোমোশনাল প্ল্যান এবং কর্মকাণ্ড সম্পর্কে কোনও তথ্যই আমাকে জানানো হয়নি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − one =