Aajbikel

‘সব মিথ্যে’, অ্যাঞ্জিয়োপ্লাস্টির গুজব ওড়ালেন বিগ বি

 | 
অমিতাভ

মুম্বই: শুক্রবার সকালে হঠাৎ করেই বিভিন্ন সংবামাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় রটে যায়, অমিতাভ বচ্চন অসুস্থ অসুস্থ। জানা যায়, তিনি মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর অ্য়াঞ্জিওপ্লাস্টি হয়েছে। এই খবরে  দুশ্চিন্তায় পড়েছিলেন যায় বিগ বি-র অনুরাগীরা। এদিকে, এই খবর ছড়ানোর ঘণ্টাখানেকের মধ্যেই ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের (আইএসপিএল) ফাইনাল ম্যাচ দেখতে যান বলিউডের শাহেনশা। ‘মাঝি মুম্বই’ এবং ‘টাইগার্স অফ কলকাতা’র ম্যাচ ছিল শুক্রবার। ছেলের পাশে বসেই গোটা ম্যাচ দারুণ উপভোগ করেন তিনি৷ সাদা হুডি ও ট্র্যাক প্যান্ট পরে দেখা যায় অমিতাভকে৷ এতেই বিভ্রান্তি ছড়ায়৷ এর পরই শনিবার সকালে নিজের অসুস্থতা নিয়ে মুখ খুললেন অভিনেতা৷ স্পষ্ট জানালেন, তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবর একেবারেই গুজব। বিগ বির ঘনিষ্ঠ সূত্রে খবর, “উনি নিয়মিত চেকআপের জন্যেই হাসপাতালে গিয়েছিলেন। সরকম কিছু নয়! 

Around The Web

Trending News

You May like