করোনায় আক্রান্ত অমিতাভ-অভিষেক বচ্চন, রেখার আবাসনে করোনার থাবা

করোনায় আক্রান্ত অমিতাভ-অভিষেক বচ্চন, রেখার আবাসনে করোনার থাবা

মুম্বই: কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছেন আমির খানের বাড়ির ৭ স্টাফ। এবার করোনার থাবা বচ্চন পরিবারে আক্রান্ত অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন  রবিবার ভোররাতে টুইট করে এ খবর জানিয়েছেন  অভিষেক। এদিকে অভিনেত্রী রেখার আবাসনে। তার মুম্বাইয়ের বাংলোর এক নিরাপত্তারক্ষীর শরীরে করোনা ভাইরাসের সন্ধান মিলেছে। ফলে অভিনেত্রীর আবাসন সিল করে দিয়েছে বৃহনমুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন।

টুইটারে অভিষেক লিখেছেন, তিনি এবং বাবা অমিতাভ বচ্চন, দুজনের শরীরেই করোন ভাইরাসের সন্ধান মিলেছে। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রোয়েছেন তারা। পরিবারের বাকি সদস্য ও হাউজ স্টাফদের করোনা পরীক্ষা করা হয়েছে। তবে সেই রেজাল্ট এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি।

তবে সূত্রের খবর অমিতাভ বচ্চন অনেকটাই  সুস্থ তার শরীরে করোনাভাইরাস এরমাইল সিমটম দেখা গিয়েছিল আপাতত হাসপাতালেই আইসোলেশন রয়েছেন আমিতাভ। তিনি কাউকে নিজের কাছে আসতে কঠোরভাবে মানা করেছে শাহেনশা। তবে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর জয়া বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেকের  মেয়ে আরাধ্যা করো না নেগেটিভ।  অমিতাভের এই খবরটি সামনে আসার পর গোটা বলিউড তার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করেছেন টুইট করে অভিনেতার আরোগ্য কামনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। টুইটারে তিনি লিখেছেন, গোটা দেশের সঙ্গে আমিও আপনার আরোগ্য কামনা করছি। দ্রুত সেরে উঠুন। হাজার হোক দেশের সহস্র মানুষের আইডল আপনি। আইকনিক সুপারস্টার। আমরা সবাই আপনার খেয়াল রাখবো।

এদিকে অভিনেত্রী রেখার আবাসনে করোনার থাবা। সিল করে দেওয়া হয়েছে তার 'সি স্প্রিংস' বাংলো। BMC-র তরফে অভিনেত্রীর বাংলোর বাইরে একটি নোটিস বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেখানে লেখা রয়েছে, 'কন্টেনমেন্ট জোন'। বাংলোয় এক নিরাপত্তারক্ষীর শরীরে করোনার সন্ধান মিলেছে। প্রশাসনের অনুমতি না পাওয়ায় পর্যন্ত বাড়িতেই থাকতে হবে রেখাকে। হোম কোরেন্টাইনে রয়েছেন তিনি।- ফাইল ছবি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 10 =