‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে মঞ্চে ক্যাটরিনার প্রশ্ন শুনে হতবাক বিগ বি

‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে মঞ্চে ক্যাটরিনার প্রশ্ন শুনে হতবাক বিগ বি

মুম্বই:  জনপ্রিয় রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৩’-র শানদার শুক্রবারে খেলতে আসছেন বলিউডতারকা অক্ষয় কুমার ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সোশ্যাল মিডিয়ায় চ্যানেলের তরফে পোস্ট করা হয়েছে সেই এপিসোডের একটি প্রোমোও৷  যা রীতিমতো ভাইরাল৷  ওই প্রোমোতে ক্যাটরিনার প্রশ্ন শুনে চক্ষু চড়কগাছ বিগ বি অমিতাভ বচ্চনের। একেবারে হতবাক তিনি৷  

আরও পড়ুন- দেবকে দেখে হিংসে হয়, কেন একথা বললেন অঙ্কুশ

প্রোমোতে দেখা যাচ্ছ এপিসোডের শুরুতেই বিগ বি অভিনেত্রীকে জিজ্ঞেস করছেন যে কেবিসি ১৩-এর জন্য তিনি কীভাবে নিজেকে তৈরি করেছেন। জবাবে ক্যাটরিনা বলেন, তিনি খানিকটা ইতিহাস পড়েছেন, কিছুটা ভূগোল দেখেছেন এবং কিছু গুগল সার্চও করে এসেছেন। অক্ষয় জানান, তিনি যে সকল প্রশ্নের উত্তরগুলো জানেন সেগুলোই বলবেন। তবে ক্যাটরিনা এসেছেন জিততে। এতদূর ঠিকই ছিল। কিন্তু এর পরেই ক্যাটরিনার প্রশ্ন, ‘আমরা একবারই লাইফলাইন ব্যবহার করতে পরব, নাকি প্রত্যেক প্রশ্নের জন্য একবার করে ব্যবহার করতে পারব?’ এই প্রশ্ন শুনেই একেবারে থ শাহেনশা৷ 

কৌন বনেগা ক্রোড়পতি খেলার জন্য বেশ তৈয়ারি করে এসেছেন ক্যাটরিনা৷ কিন্তু এই  গেম শোয়ের কোনও নিয়ম সম্পর্কে ধারণাই নেই তার৷ ক্যাট সুন্দরীর প্রশ্ন শুনে আকাশ থেকে পড়েন অমিতাভ৷ একেবারে বাকরুদ্ধ হয়ে যান তিনি। অন্যদিকে ক্যাটরিনার প্রশ্ন শুনে তখন হেসে গড়াগড়ি খাচ্ছেন ‘খিলাড়ি’। তিনি বলেন, আপনাকে মনে হয় এমন প্রশ্ন কেউ করেননি৷  এই প্রশ্ন খুবই ইন্টারেস্টিং৷ পরে এই এপিসোডের আরও একটি প্রোমো সামনে এসেছে৷ সেখানে দেখা যায় বিগ বি-কে নাচ শেখাচ্ছেন ক্যাটরিনা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 17 =