এখনও অসুস্থ বচ্চন, বিগ বি’র করোনা রিপোর্ট নিয়ে ভুয়ো খবরে উত্তাল দেশ

বেশকিছু সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে যে অমিতাভ বচ্চনের সোয়াব রিপোর্ট নেগেটিভ এসেছে। এই ভুয়ো খবর প্রসঙ্গে যথেষ্টই বিব্রত বোধ করেন এবং ক্ষোভ প্রকাশ করে জানান, “এই খবর ভুল, অবিবেচক, ভুয়ো এবং একেবারেই মিথ্যে।”

মুম্বই: টুইট করে অমিতাভ বচ্চন নিজের শারীরিক অবস্থা সম্পর্কে প্রকৃত সত্যি প্রকাশ্যে আনলেন। জানালেন তিনি এখনও করোনা পজিটিভ। বেশকিছু সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে যে অমিতাভ বচ্চনের সোয়াব রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাৎ তিনি করোনা মুক্ত। তবে তাকে আরও ২ দিন হাসপাতালে রাখা হবে। তবে এদিনই সন্ধ্যায় অভিষেককে ছেড়ে দেওয়া হবে। এই খবরে তার ভক্তদের মধ্যে উদ্দীপনা দেখা দিলেও খবরটি যে সম্পূর্ণ গুজব তা প্রমানিত হল এই টুইট থেকে।

গত ১২ জুলাই করোনা আক্রান্ত বিগ বি কে ভর্তি করা হয় নানাবতী হাসপাতালে। একইসঙ্গে পুত্র অভিষেকের রিপোর্ট পজিটিভ আসায় তিনিও ওইদিন একই হাসপাতালে ভর্তি হন। এরপর ঐশ্বর্য ও আরাধ্যা উপসর্গহীন হলেও করোনা রিপোর্ট পজিটিভ আসায় প্রথমে তাঁদের হোম কোয়ারেন্টাইনে রাখা হলেও পরে শ্বাসকষ্টের উপসর্গ দেখা দেওয়ায় তাঁদের দুজনকেও ওই হাসপাতালে ভর্তি করা হয়। করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তাঁর ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগ অব্যাহত রেখেছেন।

সোশ্যাল মিডিয়ায় কৃতজ্ঞতা বার্তা পোস্ট থেকে শুরু করে হাসপাতালের কোভিড ওয়ার্ড থেকে তাঁর দৈনিক ব্লগ লিখে ইন্টারনেটে তার বর্ধিত পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। সেখানে নির্দিষ্ট কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত তাঁর সম্পর্কে এই ভুয়ো খবর প্রসঙ্গে যথেষ্টই বিব্রত বোধ করেন এবং ক্ষোভ প্রকাশ করে জানান, “এই খবর ভুল, অবিবেচক, ভুয়ো এবং একেবারেই মিথ্যে।” যদিও তাঁর এই টুইটের পর বিষয়টিকে ঘুরিয়ে এখন ড্যামেজ কন্ট্রোলে নেমেছে না তাঁরা। বলছেন বিগ বি তার সুস্থতার খবর অস্বীকার করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 1 =