“মনে হয়েছিল ধর্ষিত হব”, বিহারের নির্বাচনী প্রচার নিয়ে বিস্ফোরক আমিশা প্যাটেল

পাটনা: শেষ হয়েছে বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম পর্ব। করোনার মধ্যে সমস্ত স্বাস্থ্য সচেতনতা মেনে ভোট সম্পন্ন হল। আর প্রথম পর্বের ভোট শেষ হওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রী পদে কে বসবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। নীতিশ কুমার ও তেজস্বী যাদবের মধ্যে দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বিহারের এলজেপি নেতা প্রকাশ চন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুললেন অভিনেত্রী আমিশা প্যাটেল।

 

পাটনা: শেষ হয়েছে বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম পর্ব। করোনার মধ্যে সমস্ত স্বাস্থ্য সচেতনতা মেনে ভোট সম্পন্ন হল। আর প্রথম পর্বের ভোট শেষ হওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রী পদে কে বসবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। নীতিশ কুমার ও তেজস্বী যাদবের মধ্যে দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বিহারের এলজেপি নেতা প্রকাশ চন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুললেন অভিনেত্রী আমিশা প্যাটেল।

বিহার ভোটের আগে প্রকাশের হয়ে প্রচার করেছিলেন তিনি। নির্বাচনের পর সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রচারের সময় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তাঁর মনে হচ্ছিল তিনি খুন হতে পারেন অথবা ধর্ষিতা হতে পারেন। অভিনেত্রী আরও বলেছেন, বিহার নির্বাচনের আগে লোক জনশক্তি দলের (LJP) নেতা প্রকাশ চন্দ্রের হয়ে প্রচার করেছিলেন তিনি। সেই জন্য তাঁকে বিহার যেতে হয়েছিল। দাউদানগরে প্রচার করেন তিনি। কিন্তু সেই সময় নিরাপত্তাহীনতায় ভুগছিলেন আমিশা। তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছিল ও তাঁকে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ অভিনেত্রীর। তাঁর এও মনে হয়েছিল যে কোনও মুহূর্তে তিনি ধর্ষিত হতে পারেন। এমনকী তাঁকে খুন করা হতে পারতেন বলেও আশঙ্কা প্রকাশ করেন আমিশা।

তাহলে তখন কেন চুপ ছিলেন অভিনেত্রীর? আমিশা বলেন, নিজেতে বাঁচাতেই চুপ করে ছিলেন তিনি। তাঁর অভিযোগ, তখন তো তাঁকে হুমকি দেওয়া হচ্ছিলই, তিনি মুম্বই ফিরে আসার পরও মেলেনি রেহাই। তখনও তাঁকে হুমকি দেওয়া হত। প্রকাশের হয়ে প্রচার করতে বলা হত তাঁকে। এমনই অভিযোগ আমিশা প্যাটেলের। এরপরই LJP নেতার বিরুদ্ধে আওয়াজ তোলার কথা বলেন তিনি।

তবে আমিশার এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন LJP নেতা প্রকাশ। অভিনেত্রীর অভিযোগ অস্বীকার করেছেন তিনি। উল্টে তাঁর বক্তব্য, আমিশার নিরাপত্তার জন্য সব রকম ব্যবস্থা করেছিলেন তাঁরা। একটি প্রচার ভিডিওর জন্য অভিনেত্রী ১০ লক্ষ টাকা চেয়েছিলেন বলেও জানান এই রাজনৈতিক নেতা। তাঁর অভিযোগ, সেই টাকা তাঁরা দিতে অস্বীকার করার কারণেই আমিশা এমন অভিযোগ তুলছেন। তাঁর এও অভিযোগ যে জন অধিকারী পার্টির নেতা পাপ্পু যাদব আমিশাকে এ সব কথা বলার জন্য টাকা দিতে পারেন।

 

null

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =