বিলাসবহুল গাড়ি ছেড়ে লোকাল ট্রেনে আলিয়া ভাটের মা

মুম্বই: বলিউডের বিখ্যাত পরিবার৷ রয়েছে দামী গাড়ি-বাড়ি৷ কিন্তু, সেই বিলাসিতা ছেড়ে মুম্বাইয়ের লোকাল ট্রেনে সফর কললেন আলিয়া ভাটের মা! সম্প্রতি, সোনি রাজদানকে দেখা গিয়েছে লোকাল ট্রেনের যাত্রী হিসেবে৷ তবে হ্যাঁ, সেসবই শ্যুটিংয়ের নিমিত্ত৷ চলচ্চিত্র জগতের খবর রাখা অনেকেই জানেন, আলিয়া ভাটের মা ও মহেশ ভাটের স্ত্রী সোনি রাজদান নিজেও একজন অভিনেত্রী৷ নিজের অভিনয় জীবনের আগামী

বিলাসবহুল গাড়ি ছেড়ে লোকাল ট্রেনে আলিয়া ভাটের মা

মুম্বই: বলিউডের বিখ্যাত পরিবার৷ রয়েছে দামী গাড়ি-বাড়ি৷ কিন্তু, সেই বিলাসিতা ছেড়ে মুম্বাইয়ের লোকাল ট্রেনে সফর কললেন আলিয়া ভাটের মা! সম্প্রতি, সোনি রাজদানকে দেখা গিয়েছে লোকাল ট্রেনের যাত্রী হিসেবে৷ তবে হ্যাঁ, সেসবই শ্যুটিংয়ের নিমিত্ত৷ চলচ্চিত্র জগতের খবর রাখা অনেকেই জানেন, আলিয়া ভাটের মা ও মহেশ ভাটের স্ত্রী সোনি রাজদান নিজেও একজন অভিনেত্রী৷

নিজের অভিনয় জীবনের আগামী সিনেমার শ্যুটিং শুরু করেছেন তিনি। চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাটের স্ত্রী সোনি রাজদানের পরবর্তী সিনেমা ‘ইওরস ট্রুলি’-র নতুন গান ‘তনহা তনহা জিন্দগি’ গানটি মুক্তি পেয়েছে। এই গানটির ভিডিওতে দেখা যাচ্ছে সোনি রাজদান লোকাল ট্রেনের সওয়ারি। সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে এই গানটি। ‘ইওরস ট্রুলি’ সিনেমাটি সঞ্জয় নাগ পরিচালিত।

‘ইওরস ট্রুলি’ একটি রোমান্টিক চলচ্চিত্র ও সোনি রাজদানের সঙ্গে এই সিনেমায় পঙ্কজ ত্রিপাঠী, অহনা কুমরা ও মহেশ ভাটকেও দেখা যাবে। এই সিনেমায় বিশেষ এক ভূমিকায় রয়েছেন মহেশ ভাট। সোনি রাজদানের চলচ্চিত্র এনি জায়েদির বই ‘লাভ স্টোরিজে’র একটি গল্পের উপর ভিত্তি করে নির্মিত। এই চলচ্চিত্রটি ২৩ তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। চলচ্চিত্রের গল্পটি মূলত ৫৭ বছর সরকারি কর্মচারী মিঠি কুমারের জীবন নিয়ে। খুব অন্য রকমের প্রেমের গল্প এটি। এতে পঙ্কজ ত্রিপাঠীকেও বেশ অন্যরকমের ভূমিকায় দেখ যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =