কলকাতা: সদ্য মুক্তি পেয়েছে করণ জোহার পরিচালিত এবং রণবীর সিং-আলিয়া ভাট অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির ট্রেলার। জাঁকজমকপূর্ণ ট্রেলার দেখে অধিকাংশ সিনেমা প্রেমী খুশি হয়েছে কিন্তু তার থেকেও বেশিরভাগ মানুষ অবাক হয়েছেন একটি বিষয়ে। বাঙালি কন্যের চরিত্রে থাকা আলিয়া এই ছবিতে বলছেন ‘খেলা হবে’। বাংলার রাজনৈতিক মঞ্চ এই শব্দবন্ধের সঙ্গে যথেষ্ট পরিচিত। তাই একটি রাজনৈতিক সংলাপ তাঁর মুখে শুনে ‘হাঁ’ সকলেই। তবে এই বিষয়ে কী বলছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য?
২০২১ বিধানসভা নির্বাচনের আবহে এই স্লোগান ছেয়ে গিয়েছিল গোটা রাজ্যে। তৃণমূলের তরফে তোলা এই ‘খেলা হবে’ স্লোগান নিয়ে হয়েছে গান, আলোচনা, চর্চা সবই। মূলত বাংলাতে এই স্লোগানকে জনপ্রিয় করে দেবাংশু ভট্টাচার্য। তাই তিনি বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের মুখে এই সংলাপ শুনে যথেষ্ট খুশি। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে তিনি জানিয়েছেন, সিনেমায় আলিয়াকে বাঙালি পরিবারের মেয়ে বলে দেখানো হচ্ছে। বাংলা মানে একদিকে যেমন দুর্গাপুজো, ফুটবল, ইলিশ-চিংড়ি, তেমনই ‘খেলা হবে’।
প্রসঙ্গত, এই ছবিতে রানি চট্টোপাধ্যায়ের চরিত্রে রয়েছেন আলিয়া। পাঞ্জাবি ছেলের চরিত্রে রয়েছেন রণবীর সিং। এছাড়া ছবিতে দেখা যাবে, জয়া বচ্চন, শাবানা আজমি এবং ধর্মেন্দ্রকে। অন্যদিকে আলিয়া বাবা-মায়ের চরিত্রে আছেন বাঙালি অভিনেতা-অভিনেত্রী টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়।