Aajbikel

আলিয়ার সুখবরে আপ্লুত হলিউডও, শুভেচ্ছাবার্তা ওয়ান্ডার ওম্যানের

 | 
আলিয়ার সুখবরে আপ্লুত হলিউডও, শুভেচ্ছাবার্তা ওয়ান্ডার ওম্যানের

মুম্বই: মা হতে চলেছেন বলিউডের গাঙ্গুবাই! সোমবারই প্রকাশ্যে এসেছে সেই খবর। দেশ বিদেশের লক্ষ লক্ষ ভক্ত অনুরাগীদের গতকাল অর্থাৎ সোমবারই সেকথা জানিয়েছেন আলিয়া ভাট স্বয়ং। এদিন সকালেই আলিয়া সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানান যে খুব শীঘ্রই কাপুর পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। বিয়ের আড়াই মাসের মাথাতেই মা-বাবা হতে চলেছেন রণবীর আলিয়া। এরপরেই আলিয়া এবং রণবীরকে শুভেচ্ছায় ভরিয়ে দেয় গোটা বলিউড। শাহরুখ থেকে দীপিকা রালিয়াকে সুভেছা বার্তা পাঠাতে বাদ যান কেউই। আর এবার শুভেচ্ছাবার্তা এল একেবারে হলিউড থেকে। ‘হার্ট অফ স্টোন’ ছবি দিয়ে হলিউডে ডেবিউ করছেন আলিয়া। সেই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন গ্যাল গ্যাডট তথা হলিউডের ওয়ান্ডার ওম্যান। আর সেই ‘ওয়ান্ডার ওম্যান’ খ্যাত গ্যাডটই শুভেচ্ছা জানিয়েছেন আলিয়াকে। ইনস্টাগ্রামে আলিয়া যে ছবি দিয়ে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান, তাতেই তিনটি লাল ‘হার্ট’ ইমোজি দিয়েছেন ওয়ান্ডার ওম্যান। 

উল্লেখ্য, গতমাসেই জানা যায় হলিউডের ‘দ্য হার্ট অব স্টোন’ ছবিতে কাজ করবেন আলিয়া। হাতেখড়িতে তাঁর সহ-অভিনেতা ‘ওয়ান্ডার ওম্যান’ গ্যাল গ্যাডট এবং ‘ফিফটি শেডস’ খ্যাত জেমি ডরনান। গোয়েন্দা ঘরানার ছবিটি পরিচালনা করবেন টম হার্পার। নেটফ্লিক্স এবং স্কাইড্যান্সের নীচে তৈরি হতে চলেছে আলিয়ার এই প্রথম হলিউড ছবি। নেটফ্লিক্সের তরফে প্রথম জানানো হয় ভারতীয় অভিনেত্রীর হলিউড পাড়ির কথা। আলিয়া নিজেও ইনস্টাগ্রামের মাধ্যমে এই নতুন ধাপের খবর দিয়েছেন অনুরাগীদের।

একদিকে হলিউডে ডেবিউ অন্যদিকে স্বামী রণবীরের সঙ্গে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির কাজও রয়েছে। এই সময় অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় কাজে ব্যাঘাত ঘটবে আলিয়ার? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, কোনও সমস্যাই হবে না। সন্তান ধারণের ব্যাপারটা এমনভাবে প্ল্যান করেছেন তিনি যে তাঁর অভিনয়ে কোনও বাধা হয়ে দাঁড়াবে না। দুই ছবির কাজই জুলাইয়ের শেষের মধ্যে হয়ে যাওয়ার কথা। আর ততদিন পর্যন্ত সিনেমার কাজ জারি রাখতে আলিয়ার কোনও অসুবিধাই হবে না। 

         

Around The Web

Trending News

You May like