বিয়ের দু’বছর পেরোয়নি, সংসারে অশান্তি! কী নিয়ে প্রতি দিন ঝগড়া চলছে রণলিয়ার?

বিয়ের দু’বছর পেরোয়নি, সংসারে অশান্তি! কী নিয়ে প্রতি দিন ঝগড়া চলছে রণলিয়ার?

alia bhatt

মুম্বই: ছ’বছর প্রেমের পর বিয়ে। গত বছর এপ্রিল মাসে গাঁটছড়া বেঁধেছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট৷ বিয়ের সাত মাসের মাথায় তাঁদের পরিবারে এসেছে খুদে সদস্য রাহা। কিন্তু একি! বিয়ের দু’বছর কাটতে না কাটতেই সংসারে অশান্তি৷ এর কারণ কী? 

মেয়ে রাহাকে নিয়ে ভরা সংসার রণবীর-আলিয়ার। তবে কানাঘুষো, ক্যামেরার সামনে লাবিডাবি থাকলেও, আলিয়া-রণবীরের সংসারেও নাকি চরম অশান্তি৷ ইতিমধ্যেই আলিয়া ও রণবীরের মতপার্থক্যের খবরও প্রকাশ্যে এসেছে। সকলের সামনে কেউ একে অপরের বিরুদ্ধে মন্তব্য না করলেও শোনা যাচ্ছে, ছোটখাটো বিষয় নিয়েই নাকি বেশ ভালই ঝগড়া চলে।

সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর অষ্টম সিজনের একটি পর্বে উপস্থিত হয়েছিলেন আলিয়া ভাট। সেখানেই অভিনত্রী জানান, মেয়ে রাহাকে নিয়ে একে অপরের সঙ্গে মাঝে মধ্যেই ঝগড়া বাধে রণবীরের সঙ্গে৷ মেয়ে কার কাছে কত ক্ষণ থাকবে, তা নিয়েই নাকি যত অশান্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + fifteen =