অক্ষয়ের মানহানি! ইউটিউবারকে ৫০০ কোটি টাকার আইনি নোটিস ধরালেন অভিনেতা

মুম্বই: বিহারের এক ইউটিউবারকে মানহানির নোটিস দিয়েছেন অভিনেতা অক্ষয় কুমার। সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় তার বিরুদ্ধে “মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ” করার জন্য ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়েছেন তিনি। অক্ষয় কুমার, ১৭ নভেম্বর আইন সংস্থা আইসি লিগালের মাধ্যমে এই নোটিস পাঠিয়েছেন। অভিনেতার অভিযোগ রশিদ সিদ্দিকি তাঁর ইউটিউব চ্যানেল এফএফ নিউজে তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মানহানিকর, অবজ্ঞাপূর্ণ ও অবমাননাকর ভিডিও আপলোড করেছেন।

মুম্বই: বিহারের এক ইউটিউবারকে মানহানির নোটিশ দিয়েছেন অভিনেতা অক্ষয় কুমার। সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় তার বিরুদ্ধে “মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ” করার জন্য ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়েছেন তিনি। অক্ষয় কুমার, ১৭ নভেম্বর আইন সংস্থা আইসি লিগালের মাধ্যমে এই নোটিশ পাঠিয়েছেন। অভিনেতার অভিযোগ রশিদ সিদ্দিকি তাঁর ইউটিউব চ্যানেল এফএফ নিউজে তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মানহানিকর, অবজ্ঞাপূর্ণ ও অবমাননাকর ভিডিও আপলোড করেছেন।

মুম্বই পুলিশে অভিনেতা একটি মানহানির মামলা দায়ের করেছেন। ওই ইউটিউবারের চ্যানেল থেকে আপত্তিকর ভিডিও অপসারণ ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন তিনি। অক্ষয়ের আইনজীবী জানিয়েছেন, রশিদ সিদ্দিকির নিন্দনীয়, মানহানিকর এবং অবমাননাকর ভিডিওর কারণে অক্ষয় কুমার মানসিক আঘাত পেয়েছেন। তাঁর সুনামের ও সদিচ্ছার ক্ষতি হয়েছে। যার ফলে অক্ষয় কুমার ৫০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছে। ওই ভিডিওগুলি অক্ষয় কুমারের বিরুদ্ধে একাধিক মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলেছে বলেও অভিযোগ করেন তিনি। অভিযোগ তোলা হয় অক্ষয় কুমার রিয়া চক্রবর্তীকে কানাডায় পলাতক সাহায্য করেছিলেন। এও অভিযোগ করা হয়েছে, অক্ষয় নাকি মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরে এবং মুম্বই পুলিশ কমিশনারের সঙ্গে সুশান্তের মৃত্যুর বিষয়ে আলোচনা করতে গোপন বৈঠকও করেছেন।

অক্ষয়ের আইনজীবীর অভিযোগ এই ভিডিওগুলি মিথ্যা, ভিত্তিহীন, মানহানিকর এবং ইচ্ছাকৃতভাবে জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য প্রকাশিত হয়েছে। এটি একটি সস্তা প্রচার। অক্ষয় রশিদ সিদ্দিকিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। ওই ইউটিউবারের সমস্ত সমস্ত ভিডিওর রেফারেন্সও জমা দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, যদি রশিদ সিদ্দিকি তিন দিনের মধ্যে নোটিশের জবাব দিতে ব্যর্থ হয়, তবে অভিনেতা তার বিরুদ্ধে আইনী বিচার শুরু করা হবে। মুম্বই পুলিশ রশিদ সিদ্দিকির বিরুদ্ধে পৃথকভাবে নগর পুলিশ, মহারাষ্ট্র সরকার এবং মন্ত্রী আদিত্য ঠাকরের বিরুদ্ধে নগর পুলিশ, মহারাষ্ট্র সরকার এবং মন্ত্রী আদিত্য ঠাকরের বিরুদ্ধে তাঁর ভিডিওগুলির জন্য মানহানি এবং ইচ্ছাকৃত অবমাননার অভিযোগে মামলা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 2 =