Aajbikel

আর 'কানাডিয়ান' নন অক্ষয় কুমার, সুখবর দিলেন স্বাধীনতা দিবসেই

 | 
Akshay Kumar donates ₹3 cr to BMC

মুম্বই: অন্যান্য অভিনেতাদের ভক্তরা তাঁর ভক্তদের টোন-টিটকিরি করত এতদিন। শুধু ভক্তদের কেন, কানাডার নাগরিকত্ব নিয়ে বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে প্রত্যক্ষ এবং পরোক্ষ দুই ভাবেই কটাক্ষ করা হত। এমনকি মাঝে তাঁকে ভারত ছেড়ে কানাডায় চলে যাওয়ারও নিদান দেওয়া হয় কারণ তিনি বিদেশি নাগরিকত্ব ছাড়তে ততটা আগ্রহ দেখাননি। কিন্তু এখন আর এই কটাক্ষ কাজে লাগবে না। কানাডার নাগরিকত্ব ছেড়ে ভারতীয় নাগরিকত্ব পেয়ে গিয়েছেন বলিউডের খিলাড়ি। 

৭৭ তম স্বাধীনতা দিবসেই ভক্তদের জন্য এই সুখবর দিয়েছেন খোদ অভিনেতা। টুইটারে অক্ষয় কুমার জানিয়েছেন, ''মন এবং নাগরিকত্ব দুটোই ভারতীয়। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ।” আসলে অক্ষয়-সহ একাধিক বলিউড তারকার বিদেশি নাগরিকত্ব আছে। এই তালিকায় আছেন ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, এমনকি দীপিকা পাড়ুকোন। অক্ষয়েরও এতদিন তাই ছিল, তবে তিনি ২০১৯ সালে জানিয়েছিলেন, বিদেশি নাগরিকত্ব বর্জন করে দেশের নাগরিকত্বের জন্য আবেদন করবেন। তিনি আবেদন করেও ছিলেন। কিন্তু তার পর করোনা পরিস্থিতি তৈরি হয়। ফলত এতদিন সময় লেগে গেল এই বদলের। 

আসলে ভারতীয় আইন অনুযায়ী এক জন মানুষ দুই দেশের নাগরিকত্ব রাখতে পারেন না। সে ক্ষেত্রে অনেকেই বিদেশি নাগরিকত্ব ছাড়তে চান না। অক্ষয় কুমারও সেই দলে ছিলেন। কিন্তু লাগাতার ট্রোলিং, কটাক্ষ, বাক্যবাণের সম্মুখীন হতে হয়েছে তাঁকে। অবশেষে চার বছর পর তিনি পেলেন ভারতীয় নাগরিকত্ব। এর জন্য খুবই খুশি অভিনেতা।     

Around The Web

Trending News

You May like