মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডের কোন বড় সেলিব্রেটি হতে দেখা যায়নি। একমাত্র সোচ্চার হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। কিন্তু কোনও অভিনেতা সুশান্তের জন্য মুখ খোলেন। সুশান্তের মৃত্যু তদন্তে ড্রাগ তথ্য উঠে আসার পর বলিউডের একাধিক অভিনেতার নাম উঠেছে। আর এর পরই মুখ খুললেন অক্ষয় কুমার।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন অক্ষয় কুমার। সেখানে তিনি বলেন গত কয়েক সপ্তাহ ধরেই তিনি ভক্তদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চেয়েছিলেন। কিন্তু কী বলবেন আর কতটা বলবেন, তা বুঝে উঠতে পারছিলেন না। অক্ষয় বলেন যে তাঁরা তারকা হতে পারেন। কিন্তু এই তারকা এবং বলিউডকে সৃষ্টি করার পেছনে দর্শকদেরই ভালবাসা রয়েছে। বলিউড শুধু একটি ফিল্ম ইন্ডাস্ট্রি নয়। এখানকার ছবির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের কথা। দেশের মানুষের কথাই উঠে আসছে সিনেমায়। দুর্নীতি ও বেকারত্বের মতো অনেক কিছুই চিত্রনাট্যে স্থান পাচ্ছে। এরপরও যদি দর্শকের মনে রাগ জমে ওঠে তাহলে বলিউডের মানুষের তা মেনে নেওয়া উচিত।
আরও পড়ুন: ‘ফেলুদা ফেরত’-এর মুক্তি নিয়ে ঠান্ডা লড়াই! চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আড্ডা টাইমস?
এরপর অক্ষয় বলেন সুশান্তের মৃত্যুর ড্রাগ অ্যাঙ্গেল তদন্ত করতে গিয়ে যে সমস্ত কথা উঠে আসছে তা বলিউডের যেমন লজ্জিত করেছে, কষ্ট দিয়েছে অক্ষয়কেও। এই সমস্ত তথ্য অনেকটা পিছনে ঠেলে দিয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিকে। তবে বলিউডে যে শুধু খারাপ আছে এমন নয়। পৃথিবীর সব পেশাতেই খারাপ এবং ভালো দুই মিশিয়ে রয়েছে। বলিউডও তার ব্যতিক্রম নয়। এখানে যেমন খারাপ দিক রয়েছে তেমন ভাল দিকও রয়েছে। অক্ষয় কুমার বলেছেন তদন্তকারী সংস্থা NCB যা পদক্ষেপ নেবে তাতে সম্পূর্ণভাবে তাঁর সমর্থন থাকবে। পাশাপাশি বলিউডও সংস্থাকে সাহায্য করবে আশা দিয়েছেন অক্ষয়। কিন্তু তিনি আবেদন করেছেন একটি ঘটনার জন্য গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিকে খারাপ চোখে দেখা কখনই কাম্য নয়।
অক্ষয় এও বলেন সংবাদমাধ্যমের ক্ষমতার কথা তাঁরা জানেন। সংবাদমাধ্যম ঠিক সময়ে যদি ঠিক প্রশ্ন না করে তাহলে ন্যায্য বিচারের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। সংবাদমাধ্যমকে সমর্থন করে তিনি বলেন, তারা যা করছে সেটা অবশ্যই করা উচিত কিন্তু পাশাপাশি একটু সংবেদনশীল হওয়াও প্রার্থনীয়। কারণ একটা ভুল বা খারাপ খবর কোনও মানুষের কেরিয়ার শেষ করে দিতে পারে। এ প্রসঙ্গে অক্ষয় প্রতিশ্রুতি দিয়েছেন তাতে যদি কারওর কোন বিষয়ে খারাপ লাগে বা ভুল মনে হয় তাহলে অবশ্যই তাঁরা তা সংশোধনের চেষ্টা করবেন। কিন্তু প্রতিটি পদক্ষেপে সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন অক্ষয়।
Bahot dino se mann mein kuch baat thi lekin samajh nahi aa raha tha kya kahoon, kisse kahoon. Aaj socha aap logon se share kar loon, so here goes… #DirectDilSe 🙏🏻 pic.twitter.com/nelm9UFLof
— Akshay Kumar (@akshaykumar) October 3, 2020
null