নায়িকার ঠোঁটে ঠোঁট রাখতে তীব্র আপত্তি অজয়ের, কেন জানেন?

মুম্বই: আজকাল হিন্দি বা বাংলা সিনেমায় চুম্বন দৃশ্য দেখতে পাওয়া সামান্য ঘটনা। এমনকী, ছবির নায়ক বা নায়িকাদেরও তেমন আপত্তি করতে শোনা যায়নি চুম্বন দৃশ্যে অভিনয় করতে। কিন্তু সকলের মধ্যেই একটু ব্যতিক্রম অজয় দেবগন। তিনি সোজাসুজি জানিয়ে দিলেন, বড়পর্দায় নায়িকার ঠোঁটে ঠোঁট রাখতে তাঁর আপত্তি রয়েছে। এর পিছনে অজয়ের যুক্তি, সাধারণত পরিবারের সকলে মিলেই মানুষ হলে

নায়িকার ঠোঁটে ঠোঁট রাখতে তীব্র আপত্তি অজয়ের, কেন জানেন?

মুম্বই: আজকাল হিন্দি বা বাংলা সিনেমায় চুম্বন দৃশ্য দেখতে পাওয়া সামান্য ঘটনা। এমনকী, ছবির নায়ক বা নায়িকাদেরও তেমন আপত্তি করতে শোনা যায়নি চুম্বন দৃশ্যে অভিনয় করতে। কিন্তু সকলের মধ্যেই একটু ব্যতিক্রম অজয় দেবগন।

তিনি সোজাসুজি জানিয়ে দিলেন, বড়পর্দায় নায়িকার ঠোঁটে ঠোঁট রাখতে তাঁর আপত্তি রয়েছে। এর পিছনে অজয়ের যুক্তি, সাধারণত পরিবারের সকলে মিলেই মানুষ হলে সিনেমা দেখতে যান। ফলে ছবিতে এই ধরনের ঘনিষ্ট দৃশ্য থাকলে অস্বস্তিতে পড়েন পরিবারের বড়রা। ৫০ বছর বয়সী সিংহম তাই জানিয়েছেন, আমি নিজেও পরিবার নিয়ে সিনেমা দেখতে ভালোবাসি। তাই জানি এই ধরনের ‘বোল্ড সিন’ কতটা সমস্যায় ফেলে দেয় বড়দের। তিনি খুব সচেতন ভাবেই এমন চিত্রনাট্য বাছেন, যেখানে ‘কিসিং সিন’ থাকে না। এমনটাই দাবি অজয় দেবগনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =