বাড়ছে শ্বাসকষ্ট! করোনা আক্রান্ত ঐশ্বর্য-আরাধ্যা ভর্তি হাসপাতালে

অমিতাভের সঙ্গে পুত্র অভিষেকের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পরেই গত শনিবার, ১১ জুলাই  তাঁদের  হাসপাতালে ভর্তি করা হয়, এরপরদিন ১২ জুলাই ঐশ্বর্য ও আরাধ্যার টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। তবে কোনোরকম উপসর্গ না থাকায় সেদিন থেকে বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলেন তাঁরা। এরপর শুক্রবার তাদের দুজনেরই শ্বসাকষ্টজনিত উপসর্গ দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়।

মুম্বই: অমিতাভ বচ্চন ও অভিষেকের বচ্চনের পর এবার নানাবতী হাসপাতালে ভর্তি করা হল করোনা পজিটিভ ঐশ্বর্য রাই বচ্চন ও কন্যা আরাধ্যাকে। জানা গেছে, শুক্রবার দু’জনের  শ্বাসকষ্ট শুরু হয়। অমিতাভের সঙ্গে পুত্র অভিষেকের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পরেই গত শনিবার তাঁদের  হাসপাতালে ভর্তি করা হয়, এরপরদিন ১২ জুলাই ঐশ্বর্য ও আরাধ্যার টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। তবে কোনোরকম উপসর্গ না থাকায় সেদিন থেকে বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলেন তাঁরা। এরপর শুক্রবার তাদের দু’জনেরই শ্বসাকষ্টজনিত উপসর্গ দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়৷

শুক্রবার, জুনিয়র বচ্চনের সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন বিগ বি। পোস্টের ক্যাপশনে সমস্ত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, “খুশির সময়ে, অসুস্থতার সময়ে আপনারাই আমাদের কাছের এবং প্রিয়জন, আমাদের শুভাকাঙ্ক্ষী। আমাদের ভক্তরা সবসময়ই আমাদের নিরবিচ্ছিন্ন ভালোবাসা, স্নেহযত্ন ও প্রার্থনা দিয়েছেন। আমরা আপনাদের সকলের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি .. এই পরিস্থিতিতে হাসপাতালের প্রোটোকলে সীমাবদ্ধ, তাই স্বতন্ত্রভাবে প্রতিক্রিয়া জানানো সম্ভব নয় .. তবে আমরা আপনাদের সবাইকে দেখছি, পড়ছি ও, শুনছি, .. সবসময় ধন্যবাদ।”

অন্যদিকে, সুস্থ আছেন  জয়া বচ্চন। তাঁর করোনা টেস্ট রিপোর্ট নেগেটিভ ছিল। তবে সতর্কতামূলক বিধি মেনে বিগ বি-র বাংলো সিল করে দিয়েছে বিএমসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 10 =