×

ঐন্দ্রিলা অভিনীত শেষ ওয়েব সিরিজে তাঁর জায়গায় কে? প্রকাশ্যে পোস্টার

 
ঐন্দ্রিলা

কলকাতা: সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা৷ এক মাস হয়ে গেল তিনি নেই। হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে এক কঠিন লড়াই চালিয়ে পরাজিত হয়েছেন তিনি। দু-দু’বার ক্যান্সারকে জ করলেও আচমকা ব্রেন স্ট্রোক কেড়ে নিল একটা তরতাজা প্রাণ৷  বেশ সুস্থই ছিলেন তিনি৷ আচমকাই ব্রেন স্ট্রোক৷ কথা ছিল গোয়া যাবেন আগামী সিরিজ ‘অলক্ষ্মীজ ইন গোয়া’র শুটিং করতে। তার আগে সবকিছু পাল্টে গেল। শুটিং শুরু করলেও শেষ করতে পারেননি ঐন্দ্রিলা শর্মা।

আরও পড়ুন- ‘বুক ব্যথা করে আমাদের’, সুশান্তের মৃত্যু মামলায় ‘খুন’ এর দাবি উঠতেই মুখ খুললেন দিদি শ্বেতা

ঐন্দ্রিলা যখন হাসপাতালে জীবন মরণ লড়াই করছেন, তখনই ওই সিরিজে তাঁর পরিবর্তে অন্য এক অভিনেত্রীকে নেওয়া হয়েছিল। যদিও সেই সময় তাঁর নাম প্রকাশ করতে অনিচ্ছুক ছিল প্রযোজনা সংস্থা। তবে এখন আর কোনও রাখ ঢাক নেই। ওই ওয়েব সিরিজের পোস্টার প্রকাশ্যে। জানা গেল, ঐন্দ্রিলা শর্মার বদলে অভিনয় করছেন টলিপাড়ার পরিচিত মুখ প্রিয়াঙ্কা ভট্টাচার্য। এর আগে ‘হোলি ফাঁক’ সহ একাধিক ওয়েব সিরিজ ও সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।

অলক্ষ্মী

ঐন্দ্রিলা আচমকা অসুস্থ হয়ে পড়ার পর শুটিং স্থগিত করার উপায় ছিল না প্রযোজনা সংস্থার কাছে। কারণ, একটা শুটিং-এর সঙ্গে যুক্ত থাকেন কয়েকশো মানুষ। অর্থনৈতিক বিষয়টি মাথায় রেখেই সেইসময় মুখ বদলের কঠিন সিদ্ধান্ত নেয় প্রযোজনা সংস্থা। ঐন্দ্রিলা না থাকলেও এই সিরিজের শেষে সম্ভবত দেখা যাবে তাঁর শুটিং করা কিছু অংশ। 

From around the web

Education

Headlines