Aajbikel

এ যেন অন্য উত্তম! কল্পনায় ঝড় তুলল AI, দেখুন মহানায়কের অচেনা ছবি

 | 
উত্তম কুমার

কলকাতা: সাম্প্রতিককালে চর্চার অন্যতম বিষয়বস্তু হয়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই৷ কৃত্রিম বুদ্ধিমত্তায় ভর করে বদলে যাচ্ছে শহরের রূপ৷ বদল আসছে মানুষের চেহারায়৷ এবার আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের চোখে নতুন রূপে ধরা দিলেন মহানায়ক উত্তর কুমার৷ 


তিনি চলে গিয়েছে বহু বছর হল৷ কিন্তু, তাঁর সঙ্গে আজও জড়িয়ে রয়েছে সাধারণ মানুষের আবেগ৷ রুপোলি পর্দায় তাঁর এক ঝলক পেতে উপচে পড়ত দর্শকের ভিড়৷ মন্ত্রমুগ্ধ হয়ে তাঁর অভিনয় দেখতেন সিনে প্রেমীরা। তাঁর এক হাসিতেই ফিদা ছিল তরুণীরা৷ সেই মহানায়ক উত্তম কুমারকেই নতুন অবতারে ফুটিয়ে তুলল এআই৷ 

উত্তম কুমার

 

 

এআই  কল্পনায় একবারে নতুন অবতারে ফুটিয়ে তোলা হয়েছে উত্তম কুমারকে। সুদর্শন নায়কের এমন রূপে আরও একবার যেন প্রেমে পড়েছে আপামর বাঙালি৷ এ যেন এক অন্য মহানায়ক। উত্তম কুমারের এই এআই ছবি ইন্টারনেটে ব্যাপক সাড়া ফেলেছে৷ 

উত্তম কুমার

এই ছবিগুলি বানিয়েছেন পায়াব্রত রায়৷  তিনি তার ফেসবুক প্রোফাইল থেকে ছবিগুলি শেয়ার করেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তায় বাঙালির সর্বকালের প্রিয় নায়ককে নতুন রূপে দেখে সকলেই হতবাক৷ নিমেশে তাঁর সেই পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

উত্তম

এর আগেও একাধিক অভিনেতা-অভিনেত্রীর  এআই নেটদুনিয়ায় সাড়া জাগিয়েছে। কিছুদিন আগে হলিউড ছবি বার্বি সিনেমার আদলে এআই কল্পনায় উত্তম কুমার, সুচিত্রা সেন এবং সৌমিত্র চট্টোপাধ্যায়য়ের ছবি ভাইরাল হয়েছিল সমাজ মাধ্যমে৷ 

উত্তম কুমার

বলে রাখি, ইন্টারনেটে এরকম একাধিক টুল উপলব্ধ রয়েছে, যার মাধ্যমে আপনিও বানিয়ে ফেলতে পারেন এই ধরনের ছবি৷  এর জন্য সেই টুলে আপনি কী কল্পনা করছেন, তার প্রম্পট দিতে হয় এআই-কে৷ তারপর সেই টুল একটি ছবি তৈরি করে৷  তাছাড়াও নির্দিষ্ট ছবি আপনি নিজেও এডিট করতে পারবেন।

উত্তম

এআই কল্পনায় মহানায়ককে বিভিন্ন পোশাকে, বিভিন্ন রূপে দেখা গিয়েছে। যা নজর কেড়েছে সকলের৷ উত্তম কুমারের ক্যারিশমা বা তাঁকে স্বচক্ষে দেখার সুযোগ পায়নি আজকের জেনারেশন। কিন্তু তার অভিনয়ের রেশ আজও রয়ে গিয়েছে৷ আজও তাঁকে জড়িয়ে রয়েছে বাঙালির আবেগ৷ 

Around The Web

Trending News

You May like