মা-দিদিমার মৃত্যুর ধাক্কা সামলে ওঠার আগেই করোনা আক্রান্ত গৌরব-ঋদ্ধিমা

মা-দিদিমার মৃত্যুর ধাক্কা সামলে ওঠার আগেই করোনা আক্রান্ত গৌরব-ঋদ্ধিমা

কলকাতা: মারণ করোনা ভাইরাসের কবলে টলি তারকারাও৷ একের পর এক অভিনেতা-অভিনেত্রীর করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে৷ এবার করোনা আক্রান্ত টলিউডের জনপ্রিয় জুটি গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ৷ কিছুদিন আগেই কোভিড আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ঋদ্ধিমার মা রিমা ঘোষ৷ সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করে সে কথা জানিয়েছিলেন খোদ অভিনেত্রী৷ এবার আক্রান্ত হলেন তিনি নিজেই৷ আক্রান্ত তাঁর স্বামী গৌরবও৷ 

আরও পড়ুন- অন ক্যামেরা পোশাক বদল, কালো অন্তর্বাসে সুস্পষ্ট নোরার স্তন, ঝড় নেটপাড়ায়

করোনার জেরে টলিপাড়ায় বন্ধ রয়েছে একাধিক ধারাবাহিকের শ্যুটিং৷ অনেকে আবার সেটে না এসেই আক্রান্ত৷ সোমবার নিজেদের অসুস্থতার কথা শেয়ার করে গৌরব লেখেন, ‘‘জীবন যেন আমাদের দিকে বাউন্সার ছুড়ে দিয়েছে৷ করোনার দ্বিতীয় ঢেউ আমাদের পরিবারকে বিধ্বস্ত করে দিয়েছে৷ এই মারণ ভাইরাস আমাদের কাছ থেকে দু’জন প্রিয় মানুষকে কেড়ে নিয়েছে৷ পাঁচদিন টানা লড়াইয়ের পর গত মাসে মারা গিয়েছেন ঋদ্ধিমার মা৷ আমি একজন মাকে হারিয়েছি আর ঋদ্ধিতা ওঁর লাইফলাইন৷ আর গতকাল সকালে আমাদের ছেড়ে চলে গেলেন আমার দিদিমা৷ আমার আদরের দিদু মারা গেলেন দিল্লিতে৷’’ গৌরব আরও লেখেন, ‘‘এর মধ্যে আরও উদ্বেগ বাড়িয়ে তুলেছিলেন ঋদ্ধিমার বাবা৷ উনিও করোনা আক্রান্ত হন৷ তবে কয়েক দিন লড়াইয়ের পর অক্সিজেন সাপোর্টে স্বাভাবিক হয়েছেন তিনি৷ আর যেই ভাবলাম সবটা সামলে উঠেছি, তখন  আমি আর ঋদ্ধিমা কোভিড পজেটিভ৷’’

ভক্তদের উদ্দেশে গৌরব বলেন, ‘‘এই পোস্টটা করে একটা কথাই বলতে চাই যে, আপনারা একা নন। এই পরিস্থিতিতে আমরা সবাই একসঙ্গে আছি।’’ গৌরব আরও জানিয়েছেন, তাঁদের এই সঙ্কটে অনেকেই সাহায্য করছেন৷ সাধ্যমত তাঁদের পাশে দাঁড়িয়েছেন। গৌরবের আশা, খুব শীঘ্রই থেমে যাবে এই ঝড়৷ উল্লেখ্য, গত মাসে করোনার কবলে পড়েছিলেন গৌরবের বাবা সব্যসাচী চক্রবর্তী ও মা মিঠু চক্রবর্তীও৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 7 =