বিচ্ছেদের পরেও হাতে হাত রেখে লাঞ্চ ডেট! আমির-কিরণকে দেখে ছিঃ ছিক্কার নেটপাড়ায়

বিচ্ছেদের পরেও হাতে হাত রেখে লাঞ্চ ডেট! আমির-কিরণকে দেখে ছিঃ ছিক্কার নেটপাড়ায়

মুম্বই: কিছু দিন আগেই ফলাও করে বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন মিঃ পারফেকসনিস্ট৷ কিন্তু এর পরেও বেশ বহাল তবিয়তেই রয়েছেন এই ‘দম্পতি’৷ আমির-কিরণের ১৫ বছরের দাম্পত্যে ইতি পড়ার খবরে মুষরে পড়েছিলেন তাঁর ভক্তরা৷ কিন্তু ফের চেনা ছন্দে দেখা যাচ্ছে আমির-কিরণকে৷ হাতে-হাত রেখে লাঞ্চ ডেটে যাচ্ছেন বলিউডের এই চর্চিচ জুটি৷  তবে তাঁরা একা নন৷ তাঁদের সঙ্গে ছিল ছোট্ট আজাদও৷ 

আরও পড়ুন- চুঁইয়ে পড়ছে যৌবন, ‘ইউ ওয়ান্ট মি, আই ওয়ান্ট ইউ বেবি’, কাকে বললেন নুসরত?

আমির

আমির কিরণের বিচ্ছেদের খবরে তোলপাড় হয়েছিল বি-টাউন৷ বিচ্ছেদের কথা ঘোষণা করে আমির বলেছিলেন, এবার থেকে তাঁরা এক পরিবারের মতো থাকবেন৷ সন্তানের অভিভাবক হিসাবে থাকবেন৷ তবে স্বামী–স্ত্রী হিসাবে নয়৷ কিন্তু কিছুদিন যেতে না যেতেই বারবার এক ফ্রেমে ধরা পড়তে শুরু করেন আমির-কিরণ৷  আর তাঁদের ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনজের প্রশ্ন, এ কেমন বিচ্ছেদ? 

আমির

তবে নেটিজেনরা যাই বলুন, সে সবে আমল দিতে নারাজ আমির-কিরণ৷ কিছুদিন আগেও একসঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সকলকে চমকে দিয়েছিলেন টক অফ দ্য টাউন আমির-কিরণ৷ এবার তাঁদের দেখা গেল লাঞ্চ ডেটে৷ সঙ্গে ছেলে আজাদ৷ এদিন তারকা দম্পতি ছিলেন একদম ক্যাজুয়াল৷ আজাদও ছিল বাবা-মায়ের মতো সাদামাটা পোশাকে৷ 

amir

এদিকে, বিচ্ছেদের পরেও বারবার ঘনিষ্ঠ হয়েছেন আমির-কিরণ৷ আর নেটিজেনরা যতই তাঁদের দেখছেন, ততই হতবাক হচ্ছেন৷ কেন হঠাৎ তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন, তা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে৷ কিছুদিন আগেও লাল সিং চাড্ডার সেটে এক সঙ্গে নাচের তালে পা মেলাতে দেখা গিয়েছিল আমির-কিরণকে৷ সেই ভিডিয়ো ভাইরাল হতেও অবশ্য কটাক্ষের মুখে পড়তে হয়েছিল চর্চিত জুটিকে৷ 

আমির

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 10 =