ইডিকাণ্ডের পর বিধ্বস্ত নুসরত! নিজেকে ভাল রাখতে কী করছেন নুসরত?

কলকাতা: আগাগোড়াই বিতর্কে মোড়া তাঁর জীবন৷ প্রথম স্বামী নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ থেকে সন্তানের জন্ম, সবেতেই এসেছে বিতর্ক৷ তবে সব বিতর্ককেই তিনি হেলায় উড়িয়েছেন৷ যাবতীয় ঝড় সামলেই তিনি নিজেকে ভাল রাখার চেষ্টা করে চলেছেন৷ নিত্যনতুন উপায় খুঁজে চলেছেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। তাই তো গত রাতে স্বামী যশ দাশগুপ্তর সঙ্গে ‘বিশেষ ডেটে’ গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার আবার ইসলাম ধর্মাবলম্বীদের বিশেষ উৎসব৷ সেই উৎসব উপলক্ষেই নুসরত পৌঁছে গিয়ছিলেন একটি স্কুলে৷ সেখানে স্কুলের পড়ুয়াদের সঙ্গে সময় কাটালেন টলি তারকা। বাচ্চাদের পেট ভরে খাওয়ালেন বিরিয়ানি। খোশ মেজাজে গল্পও করলেন৷ বাড়ি ফেরার সময় হঠাৎ করেই থামল নুসরতের গাড়ি। রাস্তার মাঝে ঠেলা গাড়িতে কাঁচা আম-সহ বেশ কিছু খাবার বিক্রি করছিলেন এক বিক্রেতা। গাড়ি থেকে যেমনই দেখা, এমনি টুক করে নেমে পড়লেন নীচে। লোভ সামলাতে না পেরে কিনে নিলেন কিছু খাবার৷
আপাতত কলকাতাতেই রয়েছেন নুসরত। এদিন মধ্যকলকাতার এক গলিতে গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়েন নুসরত। তার পর কাঁচা আমের চাট নিয়ে চটপট মুখে পুরে দেন। তবে এই প্রথম নয়। এর আগেও এই ভাবে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এক বার রাস্তায় দাঁড়িয়ে ফুচকা পর্যন্ত খেতে দেখা গিয়েছিল অভিনেত্রী-সাংসদকে। এ বার কাঁচা আম খেলেন প্রাণ ভরে৷
সম্প্রতি ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে নাম জড়ায় নুসরতের। টাকা নিয়ে ফ্ল্যাট না দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে৷ এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডির অফিসে হাজিরাও দেন নুসরত। মাথার উপর চাপ থাকলেও, নিজেকে ভালো রাখার চেষ্টা করছেন নায়িকা৷ মন দিয়েছেন কাজে৷। যশের সঙ্গে ‘মেন্টাল’ ছবিতে জুটিতে বাঁধতে দেখা যাবে নুসরতকে।