সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরেছেন মিঠাই অভিনেত্রী অনন্যা গুহ, অল্পের জন্য প্রাণ রক্ষা

সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরেছেন মিঠাই অভিনেত্রী অনন্যা গুহ, অল্পের জন্য প্রাণ রক্ষা

কলকাতা:  বাংলা টেলিজগতের বোধহয় খারাপ সময় চলছে। বৃহস্পতিবার সকালে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার মুখে পড়লেন অভিনেত্রী অন্যনা গুহ। তিনি বাবার সঙ্গে শুটিং ফ্লোরে যাচ্ছিলেন। তাঁর বাবা গাড়ি চালাচ্ছিলেন। তিনি পাশে বসে ছিলেন। হঠাৎ করেই তাঁদের গাড়ির ওপর বিশাল একটি গাছ ভেঙে পড়ে। বৃহস্পতিবার সকালে ভবানীপুর রোডে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। 

জানা গিয়েছে, অভিনেত্রী ও তাঁর বাবা সামনের সিটে বসেছিলেন। বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু অল্পের জন্য তাঁরা রক্ষা পেয়েছেন। দুজনের সেভাবে আঘাত না লাগলেও গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। গাড়িতে গাছ ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা ছুটে আসে। ঘটনাস্থলে পৌঁছে যায় ভবানীপুর থানার পুলিশ। অভিনেত্রী ও তাঁর বাবাকে উদ্ধার করা হয়েছে।এক পরিচিতকে খবর দিলে, তিনি অভিনেত্রী ও তাঁর বাবাকে সেখান থেকে নিয়ে যান। ঘটনার জেরে কিছুক্ষণ ভবানীপুরের এসপি রোডে যানচলাচল বন্ধ থাকে। কিছুক্ষণের মধ্যেই ডিএমডির কর্মীরা এসে গাছ কাটার ব্যবস্থা করে। সেখান থেকে গাড়িটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

অন্যদিকে,  অভিনেত্রী অনন্যা গুহ ঘটনার রেশ কাটিয়ে উঠতে পারেননি। এখনও ট্রমায় রয়েছেন। স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না। অনন্যাকে কৃষ্ণকলি সিরিয়ালে দেখতে পাওয়া গিয়েছিল। বর্তমানে তিনি মিঠাই সিরিয়ালে অভিনয় করছেন। মিঠাই সিরিয়ালে সিদ্ধার্থের ছোট ভাইয়ের স্ত্রীর ভূমিকায় তিনি অভিনয় করছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =