কলকাতা: সোনিকা হত্যাকাণ্ডে গ্রেপ্তার হতে পারেন অভিনেতা বিক্রম! হাইকোর্টে নয়া নির্দেশে বাড়ল অস্বস্তি
কলকাতা: প্রেমিকা সোনিকা সিং চৌহানের দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় সমস্ত অভিযোগ থেকে অব্যবহিত চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়৷ আজ, বুধবার সেই আবেদনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট৷ অবিলম্বে বিক্রমের বিরুদ্ধে নিম্ন আদালতে চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন বিচারপতি শিবকান্ত প্রসাদ৷ অভিনেতার বিরুদ্ধে দায়ের হওয়া ৩০৪ (০২) অনিচ্ছাকৃত খুনের মামলা থেকে অব্যাহতি চাওয়া হলেও এদিন কলকাতা হাইকোর্টের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, পুলিশি তদন্ত প্রক্রিয়া যেভাবে চলছে, সেভাবেই চলবে৷ ফলে, পুলিশ চাইলে তাঁকে ফের গ্রেপ্তারও করতে পারে বলে পর্যবেক্ষক মহলের ধারনা৷
২০১৭ সালের ঘটনা। ওই বছরের ২৯ এপ্রিল টালিগঞ্জ থানা এলাকায় লেক মলের সামনে গাড়ি দুর্ঘটনায় নিহত হন বিক্রমের প্রেমিকা অভিনেত্রী সোনিকা সিং চৌহান। গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা বিক্রম। দুর্ঘটনায় তিনি আহত হয়েছিলেন। তবে গুরুতর ছিল না। এই ঘটনায় পুলিশ প্রথমে বিক্রমের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা করে তদন্ত শুরু করে। যার ফলে সুস্থ হয়ে আদালত থেকে জামিন নেন অভিনেতা৷
কিন্তু তদন্তে নেমে পরবর্তীতে পুলিশ জানতে পারে, অতিরিক্ত নেশা করে বেপরোয়া ভাবে সেদিন গাড়ি চালাচ্ছিলেন বিক্রম। আদালতে চার্জশিট দেয় পুলিশ। সেখানে উল্লেখ করা হয়, গাড়িটির ঘণ্টায় গতিবেগ ছিল ১০৫ কিলোমিটার। যার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায়। এরপরই মামলায় অনিচ্ছাকৃতভাবে মৃত্যু ঘটানোর ধারা যুক্ত করে তদন্তকারী পুলিশ৷ এর প্রেক্ষিতে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগকে মিথ্যা উল্লেখ করে আলিপুর জেলা আদালতে অব্যাহতির আবেদন করেন অভিনেতা। কিন্তু নিম্ন আদালত বিক্রমের সেই আবেদন খারিজ করে দেয়। এরপর মাস খানেক আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি৷ সেখানেও তাঁর আর্জি খারিজ করা হয়৷