সোনিকা মৃত্যু মামলায় চূড়ান্ত অস্বস্তিতে অভিনেতা বিক্রম

কলকাতা : সোনিকা সিং চৌহান মৃত্যু মামলায় বিক্রম চট্টোপাধ্যায়ের নাম বাতিল করা যাবে না। শুনানিতে জানাল কলকাতা হাইকোর্ট। তদন্তে গতি এনে মামলা শেষ করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। সোনিকা মৃত্যু মামলা থেকে নাম প্রত্যাহার করার আর্জি নিয়ে হাইকোর্টে আবেদন করেন বিক্রম। সেই মামলায় বুধবার তাঁর আর্জি খারিজ করেন বিচারপাতি শিবকান্ত প্রসাদ। পাশাপাশি, চার্জশিট তাড়াতাড়ি

সোনিকা মৃত্যু মামলায় চূড়ান্ত অস্বস্তিতে অভিনেতা বিক্রম

কলকাতা : সোনিকা সিং চৌহান মৃত্যু মামলায় বিক্রম চট্টোপাধ্যায়ের নাম বাতিল করা যাবে না। শুনানিতে জানাল কলকাতা হাইকোর্ট। তদন্তে গতি এনে মামলা শেষ করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। সোনিকা মৃত্যু মামলা থেকে নাম প্রত্যাহার করার আর্জি নিয়ে হাইকোর্টে আবেদন করেন বিক্রম। সেই মামলায় বুধবার তাঁর আর্জি খারিজ করেন বিচারপাতি শিবকান্ত প্রসাদ। পাশাপাশি, চার্জশিট তাড়াতাড়ি তৈরি করে তদন্তে গতি আনার নির্দেশ দেন তিনি। ২০১৭-র ২৯ এপ্রিল গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় মডেল সোনিকা সিং চৌহানের। সেই গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে গাফিলতির জেরে মৃত্যু ঘটানোর অভিযোগ দায়ের করে সোনিকার পরিবার। পুলিসের তরফেও বিক্রমের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − eight =