মহিলা সহকর্মীকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার অভিনেতা বিজয় রাজ

মুম্বই: শুটিংয়ে সময় এক মহিলা ক্রু সদস্যকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হল বলিউড অভিনেতা বিজয় রাজকে। মঙ্গলবার মহারাষ্ট্রের গন্ডিয়া জেলা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। পরে তিনি জামিন পান।

মুম্বই: শুটিংয়ে সময় এক মহিলা ক্রু সদস্যকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হল বলিউড অভিনেতা বিজয় রাজকে। মঙ্গলবার মহারাষ্ট্রের গন্ডিয়া জেলা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। পরে তিনি জামিন পান।

পুলিশ সূত্রে খবর সোমবার বিজয় রাজের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তিনি জানান, সোমবার মধ্যপ্রদেশের বালাগাট জেলায় ‘শেরনি’ ছবিটির শুটিং চলাকালীন বিজয় রাজ তাঁর শ্লীলতাহানি করেন। ওই মহিলার অভিযোগের ভিত্তিতেই অভিনেতাকে গ্রেফতার করে পুলিশ। অফিসার জানান, বিজয় রাজের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারার (কোনও মহিলাকে তার অশালীন আক্রমণ বা অপরাধ) অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাঁকে গন্ডিয়ার একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়। ওই হোটেলেই অভিযোগকারীও রয়েছেন বলে খবর। গ্রেফতারির পর তাঁকে আদালতে হাজির করা হয়। আদালত অভিনেতার জামিন মঞ্জুর করেছে বলে গন্ডিয়ার অতিরিক্ত পুলিশ সুপার অতুল কুলকার্নি জানিয়েছেন।

১৯৯৯ সালে ‘ভোপাল এক্সপ্রেস’ ছবি দর্শকের মধ্যে পরিচিত করে অভিনেতা বিজয় রাজকে। এরপর রামগোপাল বর্মার ছবি ‘জঙ্গল’ তাঁকে খ্যতি এনে দেয়। তারপর থেকে একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। বহু ছবিতে তাঁর অভিনয় দর্শকের নজর কেড়েছে। সঞ্জয় লীলা বনশালির আগামী ছবি ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’তেও অভিনয় করছেন তিনি। ‘শেরনি’ ছবিতে বিজয় রাজের সঙ্গে অভিনয় করছেন বিদ্যা বালানও। তবে ঘটনার সময় বিদ্যা শুটিং সেটে ছিলেন কিনা, তা জানা যায়নি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *