মাথা থেঁতলে খুন করা হল বর্ষীয়ান অভিনেত্রীকে, গ্রেফতার ছেলে

মাথা থেঁতলে খুন করা হল বর্ষীয়ান অভিনেত্রীকে, গ্রেফতার ছেলে

মুম্বই: খুন হলেন হিন্দি টেলিভিশনের বর্ষীয়ান অভিনেত্রী বীণা কাপুর। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তবে কার হাতে তিনি খুন হলেন তা জানলে অবাক হতে হয়। তাঁর ছেলেই পিটিয়ে তাঁকে খুন করেছে বলে অভিযোগ! পুলিশের অনুমান, সম্পত্তির কারণে নিজের মাকে খুন করেছে ছেলে। জানা গিয়েছে, মাথায় বেসবল ব্যাট দিয়ে মেরে মেরে অভিনেত্রীকে খুন করা হয়েছে। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আরও এক জনপ্রিয় অভিনেত্রী নীলু কোহলি।

আরও পড়ুন- এবার চাঁদে থাকবে মানুষ! কতদিনের অপেক্ষা? সময় জানিয়ে দিলেন নাসার বিজ্ঞানী

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের ভিলে পারলে এলাকার অভিজাত আবাসনের বাসিন্দা বীণা কাপুরকে গত ৬ তারিখ থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তদন্ত শুরু হলে আসল ঘটনা সামনে আসে। তারপর বীণাদেবীর ৪৩ বছরের ছেলেকে গ্রেফতার করে তারা। পুলিশের কাছে সে নিজের দোষ স্বীকার করেছেন এমনও খবর মিলেছে। এছাড়া অভিনেত্রীর পরিচারককে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় জড়িত সন্দেহে। অভিনেত্রী নীলু কোহলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ”বীণাজি আপনার আরও ভাল কিছু কাম্য ছিল। এই পোস্টটা শেয়ার করতে গিয়ে আমার বুক যন্ত্রণায় ফেটে যাচ্ছে। কী আর বলি? বহু বছরের কষ্টের পর অবশেষে শান্তির নিদ্রা।”

 

তবে কোন সম্পত্তি নিয়ে বিবাদ? পুলিশ জানতে পেরেছে ১২ কোটি টাকার একটি জমি নিয়ে ছেলের সঙ্গে বীণাদেবীর চূড়ান্ত ঝামেলা হয়। তার জেরেই বেসবল ব্যাট দিয়ে বৃদ্ধ মায়ের মাথায় আঘাত করে সে। মেরে মেরে মাথা থেঁতলে খুন করে তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 7 =