actor sreelekha mitra
কলকাতা: এক ফোনেই জালিয়াতি। এই ঘটনা এখন আখছার ঘটছে। কলকাতা পুলিশ সহ একাধিক জায়গা থেকে বারবার সতর্ক করা সত্ত্বেও সাধারণ মানুষ কোনও না কোনওভাবে এই ফাঁসে পড়ে যাচ্ছে এবং তার জন্য খোয়াতে হচ্ছে নিজের পরিশ্রমের অর্থ। এই তালিকায় এবার নতুন নাম জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আর্থিক জালিয়াতির শিকার হয়ে তিনি এবার জন্মদিন পর্যন্ত পালন করেননি। ফেসবুক পোস্ট করে এটাও জানিয়েছেন যে কী ভাবে তিনি জালিয়াতির শিকার হলেন।
অভিনেত্রীর কথায়, কিছুদিন আগে তাঁর ফোনে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয় ফোনের ওপার থেকে। নির্দেশ অনুসরণ করে সেই অ্যাপ ডাউনলোড করতেই ঘটে যায় বিপত্তি। শ্রীলেখা জানান, কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা গায়েব হয়ে গিয়েছে। দিন কয়েক আগেই জ্বরে আক্রান্ত হয়েছিলেন তিনি। রক্ত পরীক্ষাও করা হয়েছিল। শারীরিক অসুস্থতার মধ্যেই এই ঘটনা ঘটায় তিনি আরও বেশি শোকগ্রস্ত হয়ে পড়েছেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি বাকিদের সতর্কও করেছেন।
শ্রীলেখা জানান, ”জন্মদিনের দিন মনটা খারাপ ছিল তার কারণ তার আগের দিনই আমার বোকামির ফলে বেশ কিছু টাকার scam হল। এটা একটা প্রফেশন হয়ে দাঁড়িয়েছে। কোনওরকম অ্যাপ ডাউনলোড থেকে সাবধান থাকুন। নিজেকে চালাক নয় ইন্টেলিজেন্ট ভাবতাম এই ঘটনার পর থেকে তাও ভাববো না।”