শুটিং শেষে বাড়ি ফিরতেই হৃদ্‌রোগে আক্রান্ত অভিনেতা শ্রেয়স তলপড়ে, কেমন আছেন অভিনেতা?

শুটিং শেষে বাড়ি ফিরতেই হৃদ্‌রোগে আক্রান্ত অভিনেতা শ্রেয়স তলপড়ে, কেমন আছেন অভিনেতা?

মুম্বই: হৃদ্‌রোগে আক্রান্ত বলিউড অভিনেতা শ্রেয়স তলপড়ে। মুম্বইয়ে পশ্চিম আন্ধেরির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর৷ ইতিমধ্যেই অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে তাঁর। হাসপাতালের তরফে অভিনেতার স্বাস্থ্য সম্পর্কে আর কোনও তথ্য জনানো হয়নি৷ 

মুম্বইয়ের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দিনভর সুস্থই ছিলেন শ্রেয়স৷ আসন্ন ছবির শ্যুটিং-এ ব্যস্ত ছিলেন৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, “ছবির সেটে শুটিংয়ের ফাঁকে সকলের সঙ্গে বেশ হাসিঠাট্টা করেই কাটিয়েছেন শ্রেয়স। একটি মারপিটের দৃশ্য শুট করার পর তিনি এদিন বাড়ি ফিরে যান। বাড়ি ফেরার পর থেকেই অস্বস্তি বোধ করতে থাকেন। স্ত্রী দীপ্তি তলপড়েকে সে কথা জানাতেই তিনি শ্রেয়সকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা দেন৷ হাসপাতালে যাওয়ার পথেই হৃদ্‌রোগে আক্রান্ত হন শ্রেয়স।” 

হিন্দি এবং মরাঠি ফিল্ম দুনিয়ায় চেনা মুখ শ্রেয়স। দু’দশকের কেরিয়ারে ৪৫টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁর আগামী ছবি ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’-র শুটিং নিয়েই আপাতত ব্যস্ত ছিলেন অভিনেতা৷ শ্রেয়সের বয়স এখন ৪৭ বছর। তবে হালফিলের ঘটনা থেকে এটা বলই যায় যে, হৃদরোগে আক্রান্ত হওয়ার কোনও বয়স থাকছে না৷ যে কোনও বয়সের মানুষই হৃদরোগে আক্রান্ত হতে পারেন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *