প্রয়াত স্বাতীলেখা সেনগুপ্ত, দীর্ঘদিন কিডনির সমস্যা ভুগছিলেন ‘বিমলা’

প্রয়াত স্বাতীলেখা সেনগুপ্ত, দীর্ঘদিন কিডনির সমস্যা ভুগছিলেন ‘বিমলা’

কলকাতা: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বাংলার তথা দেশের জনপ্রিয় অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্তের। আজ শহরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন মঞ্চ কাঁপানো এই অভিনেত্রী। সেই কারণে বেশ কিছু সময় ধরে ডায়ালাইসিস চলছিল তাঁর। আজ দুপুর তিনটের কিছু আগে শহরের বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। সিনেমার থেকে বেশি মঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন স্বাতীলেখা সেনগুপ্ত। তবে তিনি সিনেমার জগতে সত্যজিৎ রায়ের ‘বিমলা’ হিসেবেও পরিচিত।

সত্যজিৎ রায়ের অসামান্য ছবি ‘ঘরে বাইরে’ থেকে সিনেমার পর্দায় যাত্রা শুরু করেন অভিনেত্রী স্বাতীলেখা। সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করেন তিনি। পরবর্তী ক্ষেত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে মঞ্চের বাইরে তাঁকে আর দেখা যায়নি। তবে দুজনকে একসঙ্গে আবার পর্দায় দেখার অপেক্ষা শেষ হয় শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের হাত ধরে। ‘বেলাশেষে’ ছবি দিয়ে আবার পর্দায় কাম ব্যাক করেন স্বাতীলেখা এবং সৌমিত্র। সেই ছবিতে দুজনের অসামান্য অভিনয়ের আজও বাঙালির মনের গভীরে রয়েছে। সিনেমার বাইরেও মঞ্চে বিগত কয়েক বছর ধরে দাপিয়ে অভিনয় করেছেন স্বাতীলেখা সেনগুপ্ত। অভিনেত্রী হিসেবে তাঁর মেয়ে সোহিনী জনপ্রিয়তাও কম নয়। গত বছর শেষের দিকে মৃত্যু হয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের। আজ চলে গেলেন স্বাতীলেখাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *