দেশে ফিরতেই ক্ষোভ উগরে দিলেন অভিনেতা নূর, কী বললেন তিনি?

ঢাকা: তৃণমূলের হয়ে প্রচারের দায়ে ভারত থেকে বহিষ্কার হতেই দেশে ফিরে মুখ খুললেন বাংলাদেশি অভিনেতা গাজী আবদুন নূর৷ বলেছেন, ‘আমাকে কেউ ভারত থেকে বের করে দেয়নি। ভিসার মেযাদ শেষ হযে গিয়েছিল। কাজের চাপের কারণে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য যাওয়া হয়নি।’’ গাজী আবদুন নূর সোমবার সন্ধ্যায বাংলাদেশে পৌঁছান। সন্ধ্যায় সড়কপথে বেনাপোল সীমান্ত দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ

দেশে ফিরতেই ক্ষোভ উগরে দিলেন অভিনেতা নূর, কী বললেন তিনি?

ঢাকা: তৃণমূলের হয়ে প্রচারের দায়ে ভারত থেকে বহিষ্কার হতেই দেশে ফিরে মুখ খুললেন বাংলাদেশি অভিনেতা গাজী আবদুন নূর৷ বলেছেন, ‘আমাকে কেউ ভারত থেকে বের করে দেয়নি। ভিসার মেযাদ শেষ হযে গিয়েছিল। কাজের চাপের কারণে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য যাওয়া হয়নি।’’

গাজী আবদুন নূর সোমবার সন্ধ্যায বাংলাদেশে পৌঁছান। সন্ধ্যায় সড়কপথে বেনাপোল সীমান্ত দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন। তাঁর বাড়ি যশোর শহরের ঝুমঝুমপুর এলাকায়। তিনি এখন সেখানেই আছেন। তিনি জানান, ‘মদন মিত্র আমাকে স্নেহ করেন। নিজের প্রয়োজনে সেদিন আমি তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তিনি তখন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন। আমাকে দেখে তিনি গাড়িতে উঠতে বলেন। তাঁর গাড়িতে কিছুক্ষণ ছিলাম। আমাকে দেখে আশপাশের সবাই চিত্কার করে ওঠেন। মদন মিত্র বললেন, দেখ দেখ, তোকে দেখে সবাই কী খুশি হয়েছে। ওদের দিকে তাকিয়ে একটু হাতটা নেড়ে দিই। আমি যদি তৃণমূলের হয়ে প্রচারে অংশ নিতাম, তাহলে তো সেই দলের উত্তরীয় গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াতাম। কিন্তু আমি কি তা করেছি? স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে আমার কথা হয়েছে। সেখানেও তা বলেছি।’’

ভারত ছাড়ার নির্দেশের ব্যাপারে গাজী আবদুন নূর বলেন, ‘এ সময় আমি এমনিতেই দেশে আসার পরিকল্পনা করে রেখেছিলাম। কয়েকমাস একটু বিরতি নেব। কারণ, অনেক দিন ‘করণামযী রাণী রাসমণি’ সিরিয়ালে রাজা রাজচন্দ্রের চরিত্রে নিজেকে আটকে রেখেছিলাম। এবার সেই চরিত্র থেকে বের হযে আসার চেষ্টা করছি। নিজের লুকটাও পরিবর্তন করব। আর এই সিরিয়ালে কাজ করার ফলে অনেক দিন দেশে আসতে পারিনি। এবার কিছুদিন দেশে থাকব।’’ ভবিষ্যতের পরিকল্পনা নিযে গাজী আবদুন নূর বললেন, ‘হয়তো কলকাতাতেই কাজ করব। ১৫-২০টা কাজ করব না। আমার অনেক টাকার লোভ নেই। বাড়ি-গাড়ি হবে, তাও চাই না। আমি শুধু কিছু ভালো কাজ করতে চাই। সেখানে ভালো কাজের যে স্বাদ পেয়েছি, তা অসাধারণ!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *